নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

প্রথম পাতা » খেলাধুলা » নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫



নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে একটি সংক্ষিপ্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই লক্ষ্যে আগামী আগস্ট-সেপ্টেম্বরে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের বিস্তারিত সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে সফরকারী নেদারল্যান্ডস দল। এরপর ৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে সিলেটে।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই বোর্ডের মধ্যে ই-মেইলের মাধ্যমে আলোচনা করে তারিখ ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এ সিরিজকে ঘিরে ইতোমধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছে বিসিবি। ৬ আগস্ট থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। সেখানে অংশ নেবেন এশিয়া কাপকে সামনে রেখে ঘোষিত ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা।

এরপর ১৫ আগস্ট শুরু হবে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প। ২০ আগস্ট দল রওনা হবে সিলেটের উদ্দেশে, যেখানে ক্যাম্পের বাকি অংশ সম্পন্ন করে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৭:১০:০৮   ৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বেলজিয়ামকে হারিয়ে শুভসূচনা আর্জেন্টিনার
ইতিহাস গড়লেন, বিশ্বসেরা একাদশে ইয়ামাল
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর লেভেলের
ভিনিসিউসের পেনাল্টি মিস, তবুও সহজ জয় রিয়ালের
লেভারকুসেনকে উড়িয়ে দিল বায়ার্ন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ
অ্যানফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করল ক্রিস্টাল প্যালেস
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড
সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ