সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বন্দর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বন্দর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন
রবিবার, ১০ আগস্ট ২০২৫



সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বন্দর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে দেশের সাংবাদিক সমাজ। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের ওপর চলমান হত্যা, হামলা, মিথ্যা মামলা ও নির্যাতনের প্রতিবাদে বন্দর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার ১নং খেয়াঘাট এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল। কর্মসূচিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সামাজিক কর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, সত্য প্রকাশের জন্য জীবন বাজি রাখা সাংবাদিকরা প্রতিনিয়ত জীবননাশের হুমকি, শারীরিক হামলা ও হয়রানির শিকার হচ্ছেন- এ অবস্থা চলতে পারে না। তারা তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন, মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও বন্দর থানা প্রেসক্লাবের সদস্য আবুল বাশার, বন্দর থানা প্রেসক্লাবের অর্থ সম্পাদক নুর এ আজাদ, বন্দর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অজিৎ দাস, কার্যকরী সদস্য শামিম ইসলাম, অগ্রবাণী প্রতিদিনের প্রতিবেদক ও প্রেসক্লাব সদস্য শাহরিয়া প্রধান ইমন, দপ্তর সম্পাদক পাভেল, পারভেজ মল্লিক প্রমুখ।

বন্দর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন ডালিমের সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বন্দর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মান্নান খান বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক হাইউল ইসলাম প্রধান হাবিব, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক মিলন, মমতাজ মম, প্রচার সম্পাদক মেহেদী হাসান প্রান্ত, সদস্য আবু সুফিয়ান, বন্দর থানা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাকির আহমেদ বাপ্পী, সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি জিহাদ হোসেন, বাংলা এক্সপ্রেসের প্রতিবেদক সামিউল, কালের বাংলাদেশের স্টাফ রিপোর্টার শাওন, সামিউল ইসলাম সৈকতসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৫৬   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সোনারগাঁয়ে যুবক আটক, ৪ কেজি গাঁজা উদ্ধার
সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বন্দর উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন
এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেয়া হবে: সংস্কৃতি উপদেষ্টা
বিশ্বমানের শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষা উপদেষ্টা
বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষাখাতে ৫ শতাংশ করে ব্যয় করা হবে: আমীর খসরু
রিজানের অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন বাংলাদেশ
গণতন্ত্রের জন্য প্রাণ উৎসর্গকারী সবাই জাতীয় বীর: সালাহউদ্দিন আহমদ
বিচার বিভাগ কখনোই রাষ্ট্রের প্রভাবশালী অঙ্গ হয়ে ওঠেনি : প্রধান বিচারপতি
প্রথম আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের অভিজ্ঞতা সুখকর নয় : বিডা’র নির্বাহী চেয়ারম্যান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ