বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫



বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা

বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবের প্রতিবাদে এবং চারটি আসন বহাল রাখার দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

এ সময় জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, সেক্রেটারি মাওলানা ইউনুস আহমেদসহ সর্বদলীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাটাখালি থেকে নওয়াপাড়া মহাসড়ক অবরোধ। রোববার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা-মাওয়া মহাসড়কের নওয়াপাড়া, কাটাখালি, ফকিরহাট, মোল্লাহাট সেতু এবং পিরোজপুর-বাগেরহাট মহাসড়কের সাইনবোর্ড মোড়ে অবরোধ কর্মসূচি। একই দিনে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার দফতরে অবস্থান কর্মসূচি। সোমবার (২৫ আগস্ট) ঢাকায় নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।

আহ্বায়ক আকরাম হোসেন তালিম বলেন, ‘বাগেরহাটের চারটি আসন বহাল রাখার বিষয়ে আমরা সবদল এক হয়েছি। আসন বহাল রাখতে প্রয়োজনে যেকোনো কর্মসূচি আমরা করতে প্রস্তুত।’

সদস্য সচিব মাওলানা রেজাউল করিম বলেন, ‘আসন কমানোর এই প্রস্তাব একটি ষড়যন্ত্র। নির্বাচন কমিশন যদি প্রস্তাব প্রত্যাহার না করে, তাহলে কঠোর আন্দোলন হবে, যা সামাল দেয়ার সক্ষমতা তাদের নেই।’

জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘চারটি আসন থেকে তিনটি করা হলে জেলাবাসী বঞ্চিত হবে। আসন বহাল না রাখলে বাগেরহাটকে বিচ্ছিন্ন করার ঘোষণা দেয়া হবে।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি আসন রয়েছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাব দেয় নির্বাচন কমিশন ৩০ জুলাই। এরপর থেকেই জেলাবাসী ক্ষোভে ফেটে পড়ে এবং একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে ২৫ আগস্ট নির্বাচন কমিশনের দফতরে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৪:০৩   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জামায়াতের সব কর্মীকে নির্বাচনী মাঠে কাজ করতে হবে : গোলাম পরওয়ার
জুলাই সনদ বাস্তবায়নে আইনগত কোনো বাধা নেই : অ্যাটর্নি জেনারেল
সুন্দরবনে জিম্মি ৪ জেলে কোস্টগার্ডের অভিযানে উদ্ধার
মহানবমীতে খুলনার মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড়
খুলনায় মহাষ্টমী: কুমারী পূজায় ভক্তদের ঢল, ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর নগরী
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে : মহাপরিচালক
পূজায় টানা ৬ দিন বন্ধ ভোমরা স্থলবন্দরের আমদানি-রফতানি
সাংবাদিকতার মূল ভিত্তি সততা : কাদের গনি চৌধুরী
জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না: গোলাম পরওয়ার
বাগেরহাটে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও, বিক্ষোভ মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ