পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর পথ বন্ধ করতে হবে

প্রথম পাতা » চট্টগ্রাম » পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর পথ বন্ধ করতে হবে
বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫



পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর পথ বন্ধ করতে হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী নির্বাচনের পূর্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে কালো টাকা ছড়ানোর পথ ও সন্ত্রাস বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মিরসরাইয়ের মিঠাছরা বাজারের শাশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, `আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করার জন্য দেশি-বিদেশি যত ষড়যন্ত্র হবে, সে সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করব, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একজন ইন্টারন্যাশনাল পারসোনালিটি। তার সারা দুনিয়ার সঙ্গে কানেক্টিভিটি আছে। একদল তাদের ভয় দেখায়, তারা যেভাবে চায় সেভাবে যেনতেন একটি নির্বাচন দেওয়ার জন্য ভয় দেখায়। চাঁদাবাজদের হাতে বাংলাদেশের নেতৃত্ব এদেশের মানুষ আর তুলে দিবে না।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন আসন পরিচালক অধ্যক্ষ নুর নবীর সভাপতিত্বে এবং মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবিরের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইউসুফ বিন আবু বকর, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মাওলানা নুরুল হুদা হামিদী, মিরসরাই উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা নুরুল করিম, ছাত্রশিবির মিরসরাই উপজেলা সভাপতি সাকিব হোসাইন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:১৮   ৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা
সেফ এক্সিট নয়, নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাচ্ছি: ধর্ম উপদেষ্টা
আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি
ফুটবল খেলা নিয়ে ২ গ্রামের সংঘর্ষে আহত ৩০
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে : ধর্ম উপদেষ্টা
কঠিন চীবর দানোৎসবের মাধ্যমে সম্প্রীতির মেলবন্ধন সুদৃঢ় হবে : পার্বত্য উপদেষ্টা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন
রাঙ্গামাটিতে সংবাদকর্মীদের সাথে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ