তিন ম্যাচের সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে

প্রথম পাতা » খেলাধুলা » তিন ম্যাচের সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



তিন ম্যাচের সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আজ বুধবার (২৭ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তারা। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এবারই প্রথম বাংলাদেশে এলো নেদারল্যান্ডস।

সিরিজের সবকটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেই লক্ষ্যে দুপুর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে নেদারল্যান্ডস দলটি উড়াল দিয়েছে সিলেটের উদ্দেশে। এর আগে বাংলাদেশ দল গেছে সিলেটে। ২০ আগস্ট থেকে সেখানে প্রস্তুতি নিচ্ছেন লিটন দাসরা।

আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে ও সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু সরকারের সবুজসংকেত না পাওয়ায় বিসিসিআই সফরটি বাতিল করে দেয়। যদিও এশিয়া কাপের আগে প্রায় দেড় মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না বাংলাদেশের। এ অবস্থায় বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়ে তিন ম্যাচের সিরিজটি খেলতে বাংলাদেশে এলো নেদারল্যান্ডস।

সফরকারী দলের ক্রিকেটাররা সিলেটে পৌঁছে আজ বিশ্রামে থাকবেন। আগামীকাল সন্ধ্যায় ও পরশু দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে তাদের।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজটি মাঠে গড়াবে ৩০ আগস্ট প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে। পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবকটি ম্যাচই অনুষ্ঠত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

উল্লেখ্য, এই সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি হিসাবে ২০ আগস্ট সিলেটে গেছে বাংলাদেশ দল। ঢাকায়ও এর আগে দিন দশেক অনুশীলন করেছেন লিটন দাসরা। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ মিশন।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:১৪   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
তিন ম্যাচের সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে
সিরি আ-তে ৬৪ বছরের মাঝে সেরা সূচনা ইন্টার মিলানের
ভিনি-এমবাপ্পে রিয়ালের টানা দ্বিতীয় জয়
তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১
কেইনের হ্যাটট্রিকের দিনে বড় জয়ে মৌসুম শুরু বায়ার্নের
ওয়েস্ট হ্যামকে উড়িয়ে মৌসুমের প্রথম জয় পেল চেলসি
চেলসির হয়ে ইতিহাস গড়লেন ব্রাজিলিয়ান তরুণ
ব্যাটিং ব্যর্থতায় দ. আফ্রিকার কাছে হেরে সিরিজ খোয়ালো অস্ট্রেলিয়া
এশিয়া কাপে চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার গ্রুপে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ