লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ২৪ জন

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে লক্ষ্মীপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ২৪ তরুণ-তরুণী। এই চাকরি পেতে অনলাইন আবেদন খরচ বাবদ জনপ্রতি খরচ হয়েছে মাত্র ১২০ টাকা।
জেলা পুলিশ প্রশাসনের স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে ইতিবাচক আলোচনা। তালিকা প্রকাশের পরপরেই উত্তীর্ণরা ও তাদের স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ও ১৫ আগস্ট কনস্টেবল পদে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়। মোট ৯১০ জন প্রার্থী আবেদন করেন। ২৯ আগস্ট লিখিত পরীক্ষায় অংশ নেন ২২১ জন। এর মধ্যে ৪৭ জন উত্তীর্ণ হন মৌখিক পরীক্ষার (ভাইভা) জন্য। মৌখিক পরীক্ষা শেষে ২৪ জনকে চ’ড়ান্তভাবে নির্বাচন করা হয়।

এমন স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ায় বিনামূল্যে সন্তানের চাকরি পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনেক অভিভাবক ও প্রার্থী।
চন্দ্রগঞ্জের গনেশশ্যামপুর এলাকার সাদেক আহমদের ছেলে জাহিদ হাসান বলেন, আমরা হতদরিদ্র পরিবার। অভাব অনটনের মধ্যে চলে আমাদের সংসার। চূড়ান্ত তালিকায় নাম দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি কৃতজ্ঞ। এখন দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে পারব।

সদর উপজেলার চররুহিতার আরাফাত হোসেন বলেন, কোনো ঘুষ ও তদবির ছাড়া চাকরিটা পেয়ে খুবই ভালো লাগছে। সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না।

মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে চাকরি পেয়েছেন সদর উপজেলার সুমাইয়া আক্তার। নিজের চাকরি প্রাপ্তির খবরে আনন্দের কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া ও তার স্বজনরা। একই চিত্র চাকরি পাওয়া সবার।

জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সম্পূর্ণ নিয়ম মেনে স্বচ্ছতার ভিত্তিতে মেধাবী ও যোগ্যদের মূল্যায়ন করা হয়েছে।

উত্তীর্ণদের জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, অনেকের মধ্যে ধারণা আছে পুলিশে চাকরি মানেই ঘুষ ও তদবিরের জোর লাগে। আমরা সেই ধারণা পাল্টে দিতে চাই। জবাবদিহিতা, স্বচ্ছতা ও ন্যায়সঙ্গত উপায়ে নতুন করে দেশ গড়তে হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫১   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে’
হাসিনা আগেই টাকার বস্তা নিয়ে আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
কোনো অজুহাতে লবণ আমদানি করতে দেয়া হবে না: শিল্পসচিব
কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেস সচিব
রাঙ্গামাটিতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
রাঙামাটির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
‘দেশের ক্ষতি করে কাউকে বন্দরের কোনো টার্মিনাল দেওয়া হবে না’
উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৮ রোহিঙ্গা আটক
পাহাড়ে নানা আয়োজনে স্মরণ করা হলো মানবেন্দ্র লারমাকে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ