চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’

প্রথম পাতা » চট্টগ্রাম » চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের সমন্বয়ে গঠিত নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা একটায় ক্যাম্পাসের কলার ঝুপড়ির সামনে এ ঘোষণা দেন শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক তামজিদ উদ্দিন।

ঘোষণা অনুষ্ঠানে নেতারা অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ এখনো অনিশ্চিত এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা রয়ে গেছে। এ সময় তারা প্রক্টর ও প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবি জানান।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তামজিদ উদ্দিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি ও আরবি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব মাহামুদ রুমি। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের শাখা সদস্য সচিব ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রোমান রহমান।

প্যানেলের নাম পরিবর্তন প্রসঙ্গে জিএস পদপ্রার্থী সাকিব মাহামুদ রুমি বলেন, প্রথমে প্যানেলের নাম রাখা হয়েছিল ‘চাকসু ফর র‍্যাপিড চেঞ্জ।পরবর্তীতে ক্যাম্পাসের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীসহ সকলকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে নাম পরিবর্তন করে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ রাখা হয়েছে।

পূর্ণাঙ্গ প্যানেলে আরও আছেন,খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মো. সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: দেওয়ান আব্দুর, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক: তৌহিদুল ইসলাম (সাঈদ), সহ-দপ্তর সম্পাদক: শাফিন রহমান, ছাত্রী কল্যাণ সম্পাদক: সানজিদা আক্তার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মাজহারুল ইসলাম, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তৌহিদুল ইসলাম (সুহান), সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: মেহেদী হাসান, স্বাস্থ্য সম্পাদক: জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: জিয়াউদ্দিন সায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নাজমুস সাদাত, মো. সায়েম, যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. নাজমুছ ছাকিব, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক: রায়হান আব্দুল্লাহ, আইন ও মানবাধিকার সম্পাদক: ইয়াছিন আরাফাত,পাঠাগার সম্পাদক: মো. মারুফ, নির্বাহী সদস্য: মো. মুজাহিদুল্লাহ (মুজাহিদ), কাজী বেলাল হোসেন, আবিদ হাসান, সালমান মাহাম্মদ সজিব।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
দুর্গাপূজা নিয়ে দেশে কোনো হুমকি বা চ্যালেঞ্জ নেই: ধর্ম উপদেষ্টা
প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
সাজেকে পর্যটকবাহী জিপ খাদে পড়ে খুবি ছাত্রী নিহত, আহত ১২
আদর্শ মানুষ হওয়ার জন্য নৈতিক শিক্ষা জরুরি : ডা. শাহাদাত
সামাজিক সমস্যা নিরসনে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে রাঙ্গামাটিতে ইফা’র আলোচনা সভা
খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ
রাজনীতির উর্ধ্বে গিয়ে ক্রীড়া সংগঠকদের মূল্যায়নের আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা’র
অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় একটি মাইলফলক স্থাপন করে যেতে চায় : আইন উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ