দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল

প্রথম পাতা » খেলাধুলা » দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল
সোমবার, ৬ অক্টোবর ২০২৫



দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছেন তিনি। সোমবার বিনা প্রতিদ্বন্দ্বীয়তায় বিসিবি সভাপতি নির্বাচিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়ে গেছি। অল্প সময়ের জন্য এসে যখন ছোট ছোট কাজ করতে শুরু করলাম, সাফল্যগুলো দেখতে পেলাম, সেই সাফল্য দেখার লোভ ছাড়তে পারিনি। দেশকে সেবা দেওয়ার লোভে আমি থেকে গিয়েছি।’

বিসিবি নির্বাচনের ঠিক আগে তামিম ইকবালসহ ক্লাব ক্যাটাগরির বেশ ক’জন কাউন্সিলর নির্বাচন বর্জন করেন। আবার বিসিবি সভাপতির দায়িত্ব হারানো ফারুক আহমেদ সহসভাপতি নির্বাচিত হয়ে বোর্ডে ফিরেছেন। নতুন সভাপতি বুলবুলসহ বিসিবির নতুন পরিচালনা পর্ষদের সামনে তাই বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সকলকে নিয়ে ওই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল।

তিনি বলেন, ‘শুরুতে একটা ঘোষণা দিতে চাই, আমরা সকলে দেশের ক্রিকেটে উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কে বোর্ডে আছে, কে নেই; এটা বিবেচনা না করে সকল অংশীদারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাব। দেশের ক্রিকেট এগিয়ে নিতে প্রয়োজনে আমরা তাদের কাছে যাবো। নির্বাচনের আগে সব দেশে, সব জায়গায়, সব সেক্টরে কিছু বিতর্ক হয়। আমরা বিশ্বাস করি, গঠনতন্ত্রের মধ্যে থেকে নির্বাচন করেছি।’

বিসিবি সহসভাপতি নির্বাচিত হওয়া ফারুক আহমেদ জানিয়েছেন, মানিয়ে নিয়ে ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান। তার বিশ্বাস, পূর্ণাঙ্গ বোর্ড ভালো করবে, ‘আমাদের লক্ষ্য একটাই, দেশের ক্রিকেট এগিয়ে নেওয়া। মাঝখানে ছোট খাটো বিষয় থাকবে, তা মানিয়ে নিতে হবে। এবার বোর্ডটা বড়। এর আগে আমি বা আমিনুল যে বোর্ড নিয়ে কাজ করেছে, তা ছোট ছিল। অনেককে তিন-চারটা কমিটির দায়িত্ব সামলাতে হয়েছে, যা খুব কঠিন ছিল। আশা করি, সবাই মিলে কাজ করলে পূর্ণাঙ্গ বোর্ড ভালো কাজ করবে।’

বিসিবির নবনির্বাচিত সভাপতি মঙ্গলবার প্রথম বোর্ড সভা ঢেকেছেন। বিসিবি এক বার্তায় জানিয়েছে, মঙ্গলবার বেলা ১২টায় মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের প্রথম সভা হবে।

বাংলাদেশ সময়: ২২:৪৯:০৬   ৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
আফগানদের ১৪৩ রানে আটকাল বাংলাদেশ
বার্সার জালে সেভিয়ার এক হালি গোল
ভিনি-এমবাপ্পের গোলে শীর্ষে ফিরলো রিয়াল
মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে বড় জয় মায়ামির
শেষ সময়ের গোলে লিভারপুলের হারে শীর্ষে আর্সেনাল
দেশের ক্রিকেট বয়কটের হুমকি ক্লাব সংগঠকদের
রংপুরের বিপক্ষে রাজশাহীর অবিশ্বাস্য জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ