নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫



নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

১৪ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো আর্জেন্টিনা। বৃহস্পতিবার চিলির সান্তিয়াগোতে এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে নাইজেরিয়াকে ৪-০ গোলে উড়িয়ে শেষ আট নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি।

মাত্র দুই বছর আগেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোয় নাইজেরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিলো লিওনেল মেসির উত্তরসূরিরা।

আর্জেন্টিনার পক্ষে জোড়া গোল করেন মাহের কারিজো। একটি করে গোল করেছেন আলেজো সারকো ও মাতেও সিলভেত্তি।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা আক্রমণের ঝড় তোলে। কিক-অফের মাত্র ১ মিনিট ৬ সেকেন্ডের মাথায় বায়ার লেভারকুসেনের তরুণ তারকা আলেজো সারকো গোল করে দলকে লিড এনে দেন। এটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার ইতিহাসে দ্রুততম গোল।

২৩ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন কারিজো। বিরতির পর ৫৩ মিনিটে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করে স্কোরলাইন ৩-০ করেন তিনি। ম্যাচের ৬৬ মিনিটে ডান প্রান্ত থেকে একক প্রচেষ্টায় গোল করে স্কোর ৪-০ করেন ইন্টার মায়ামির তারকা মাতেও সিলভেত্তি।

এই জয়ে গ্রুপ পর্বে ইতালিকে পেছনে ফেলে শীর্ষে থাকা আর্জেন্টিনা এখন পর্যন্ত টুর্নামেন্টে ৪ ম্যাচে ১২ গোল করেছে এবং হজম করেছে মাত্র ২টি।

২০১১ সালের পর এবারই প্রথমবার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা।

আগামী রবিবার, ১২ অক্টোবর, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো। ম্যাচটি অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে, এস্তাদিও ন্যাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৯   ২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চাঁদপুরে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নাইজেরিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
দেশের ক্রিকেট উন্নয়নের প্রেমে পড়ে গেছি: বুলবুল
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
আফগানদের ১৪৩ রানে আটকাল বাংলাদেশ
বার্সার জালে সেভিয়ার এক হালি গোল
ভিনি-এমবাপ্পের গোলে শীর্ষে ফিরলো রিয়াল
মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে বড় জয় মায়ামির
শেষ সময়ের গোলে লিভারপুলের হারে শীর্ষে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ