চুয়াডাঙ্গায় অ্যালকোহল পানে মৃত্যু, কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন

প্রথম পাতা » খুলনা » চুয়াডাঙ্গায় অ্যালকোহল পানে মৃত্যু, কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫



চুয়াডাঙ্গায় অ্যালকোহল পানে মৃত্যু, কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন

চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহল পানে মৃত্যুর ১১ দিন পর কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ মরদেহ উত্তোলন করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি অপারেশন হোসেন আলী জানান, চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহল পানের ঘটনায় সাতজন মারা যায়। ১৩ অক্টোবর তিনজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হলেও বাকি চারজনের মরদেহ পারিবারিক ভাবে দাফন করা হয়। আদালতের নির্দেশে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মরদেহ উত্তোলন করা হয় কবর থেকে। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সদর উপজেলার নফরকান্দি গ্রামের নিজাম আলীর ছেলে হেদের আলী, খাজুরা গ্রামের দাউদ আলির ছেলে দাউদ আলির ছেলে সেলিম, শঙ্করচন্দ্র গ্রামের নবীছ উদ্দিনের ছেলে শহিদুল মোল্লা ও পিরোজখালি গ্রামের মোহাম্মদ নবীছদ্দীর ছেলে লালটুর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়।

মরদেহ কবর থেকে উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার নুরুল হুদা মনির। মামলার তদন্তকারী কর্মকর্তা হোসেন আলি। সদর থানা পুলিশের একটি টিমও এ সময় উপস্থিত ছিল।

উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ও শঙ্করচন্দ্র ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা একসঙ্গে ১০ থেকে ১২ জন ১১ অক্টোবর রাতে বিষাক্ত অ্যালকোহল পান করে। মদপানের পরেরদিন থেকে তিনদিনে সাতজনের মৃত্যু হয়। এ ঘটনায় রফিকুল মিয়া নামের একজন ব্যক্তি সদর থানায় একটি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৫:৫১:১৬   ২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গায় অ্যালকোহল পানে মৃত্যু, কবর থেকে চারজনের মরদেহ উত্তোলন
জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না : গোলাম পরওয়ার
খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
খুলনায় সাংবাদিকদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচন হতে বাধা নেই: দুদু
নাবিক ভর্তির সময় প্রতারকচক্রের ২ সদস্য আটক
সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজদের জায়গা থাকবে না : গোলাম পরওয়ার
বাগেরহাটের মোল্লাহাটে আঞ্চলিক সমাবেশ ও ৩১ দফা লিফলেট বিতরণ বিএনপির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ