ভিয়েতনামে বন্যায় নিহত ১০

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভিয়েতনামে বন্যায় নিহত ১০
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



ভিয়েতনামে বন্যায় নিহত ১০

ভিয়েতনামে বন্যায় এ সপ্তাহে কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। পর্যটন কেন্দ্রের কাছে একটি প্রধান নদীর পানির স্তর গত ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

আজ বৃহস্পতিবার ভিয়েতনাম কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

ভিয়েতনামের হোই আন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হোই আন-এর উপকূলীয় প্রদেশগুলোতে গত সপ্তাহান্ত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে এর আগে ২৪ ঘণ্টায় ১ দশমিক ৭ মিটার পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগটিতে কমপক্ষে ১০ জন নিহত ও আট জন নিখোঁজ রয়েছে। পাঁচ প্রদেশে ১ লাখ ২৮ হাজারের বেশি বাড়িঘর প্লাবিত হয়েছে।

কিছু এলাকায় তিন মিটার গভীর জলাবদ্ধতার সৃষ্টি রয়েছে।

এএফপির একজন সাংবাদিক জানান, আজ বৃহস্পতিবার হোই আনের প্লাবিত রাস্তায় কোমর সমান পানির মধ্য দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে এবং দোকানগুলোর নিচতলা ডুবে গেছে।

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে বন্যা ও ভূমিধসে কয়েক কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগটিতে ৫ হাজার হেক্টরেরও বেশি জমির ফসল নষ্ট হয়ে গেছে এবং ১৬ হাজারের বেশি গবাদি পশু মারা গেছে।

গতকাল বুধবার রাতে জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, থু বন নদীর পানি দানাংয়ের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হোই আনে সমুদ্রে মিশে যায়। ১৯৬৪ সালের নদীর পানির উচ্চতার তুলনায় এবার ১ দশমিক ৬২ মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে।

বিজ্ঞানীরা বলেন, মানব-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঝড় ও বন্যার মতো বৈরী আবহাওয়ার ঘটনাগুলোকে আরো মারাত্মক ও ধ্বংসাত্মক করে তুলছে।

ঝড়, বন্যা ও ভূমিধসের কারণে চলতি বছরের প্রথম ৯ মাসে ভিয়েতনামে ১৮৭ জন নিহত বা নিখোঁজ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:১৮:০৭   ৩৩৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ