সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান

প্রথম পাতা » খুলনা » সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫



সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দেশে দক্ষ জনশক্তি তৈরির পথ বাধাগ্রস্ত হবে। কারণ, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া বা আহতদের একটি বড় অংশই দেশের ভবিষ্যৎ সম্ভাবনাময় তরুণ প্রজন্ম।

আজ শনিবার খুলনা সার্কিট হাউজে খুলনা ও বাগেরহাট জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে যেসব দুর্ঘটনা ঘটে, তার ৩২ শতাংশ ভুক্তভোগী ৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ-তরুণী উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান বলেন, এক সময় এ তরুণরাই দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে। কিন্তু সড়কে প্রাণহানির কারণে আমরা সেই মূল্যবান সম্ভাবনা হারাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এবং সঞ্চালনা করেন বিআরটিএ খুলনা বিভাগের পরিচালক মো. জিয়াউর রহমান। এ সময় বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জি.) তানভীর আহমেদ, সহকারী পরিচালক (ইঞ্জি.) উসমান সরওয়ার আলম, বাগেরহাটের সহকারী পরিচালক (ইঞ্জি.) লায়লাতুল মাওয়া এবং মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খুলনা জেলা মোটর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, ইয়াসিন মোল্লা এবং খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফজলুল হক মনি।

অনুষ্ঠানে খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত দু’জনের পরিবার এবং বাগেরহাটের দুজনের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

বক্তৃতায় বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনা কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কারণে ঘটে না। দুর্বল সড়ক অবকাঠামো, অদক্ষ চালক, পথচারীর অসচেতনতা এবং আইন লঙ্ঘন মিলেই দুর্ঘটনার সৃষ্টি হয়। এ পরিস্থিতি থেকে রক্ষা পেতে সবাইকে সজাগ হতে হবে।

তিনি জানান, দেশে পেশাদার গাড়িচালকদের দক্ষতা উন্নয়নে ‘মাস্টার ট্রেইনার’ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই সারাদেশের চালক ও হেলপারদের প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ জনবল তৈরির কার্যক্রম শুরু হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ নিহত বা আহত হলে ৩০ দিনের মধ্যে বিআরটিএ’র নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এ বিষয়ে বিআরটিএ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭:০৫:০৪   ৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সড়ক দুর্ঘটনা রোধ করা না গেলে দক্ষ জনশক্তি তৈরি বাধাগ্রস্ত হবে : বিআরটিএ চেয়ারম্যান
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
এএসসি ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে যে বার্তা দিলেন সেনাপ্রধান
জলবায়ু-উদ্বাস্তুদের জাতীয় সামাজিক সুরক্ষা কাঠামোয় অন্তর্ভুক্তির আহ্বান
সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা
দুবলার চরে ‌‘রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান’ উপলক্ষে নিরাপত্তা জোরদার
ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
হিন্দুদের ভয় দেখিয়ে লাভ নেই, তারাও দাঁড়িপাল্লার পক্ষে এক হয়েছে: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ