
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন,‘আমি ১৭ বছর দলকে ছেড়ে যায় নাই। দলের যখন মজলুম অবস্থা তখন আমি দলের মুখপাত্রের মতো কাজ করেছি।’
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা বালুর মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠন এ জনসভার আয়োজন করে।
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকায় এখনো কাউকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি। কেউ বলে জোটে কেউ বলে ধানের শীষে। দলের জন্য যেটা সুবিধাজনক হবে নিশ্চয়ই দল সিদ্ধান্ত নেবে।’
রুমিন বলেন, ‘গত ১৭ বছর কীভাবে রাজপথে ছিলাম, যখন মিডিয়াতে একটা শব্দ বলার কেউ ছিল না। তখন কীভাবে দলের কথা আমি মিডিয়াতে বলেছি। কীভাবে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী সামনে কথা বলেছি সেটা আপনারা সবাই দেখেছেন। দলের সিদ্ধান্ত দলের সুবিধামতো নেবে। আপনারাও জনগণ আপনাদের সিদ্ধান্ত নেবেন এবং আপনারা জনগণ যেই সিদ্ধান্ত নেবেন আমি আপনাদের সেই সিদ্ধান্তের সঙ্গেই থাকবো।’
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘যখন সরাইল আশুগঞ্জে তথা পুরো ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন আসনে প্রার্থীরা বিগত ১৮ সালের নির্বাচনের পরে সেই যে, চলে গেছেন আর ২০২৫ এর আগে কারো টিকি দেখা যায় নাই। তখন আমি এই রুমিন ফারহানা সরাইল আশুগঞ্জে আমার সমস্ত বরাদ্দ দেয়া থেকে শুরু করে, সরাইলের- আশুগঞ্জের ঘরে ঘরে রাস্তায়-রাস্তায় আমি ছিলাম।’
তিনি আরও বলেন, ‘দলের বড় বড় নেতারা আছেন, কেন্দ্রীয় নেতারা আছেন। জেলা পর্যায়ের আছেন। উপজেলা পর্যায়ে আছেন। ইউনিয়ন পর্যায়ে আছেন। অনেক সময় হয়তো নেতারা অনেক হিসাব নিকাশ থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। কিন্তু দলের তৃণমূলের সাধারণ ভোটার, এলাকার সাধারণ মানুষ এবং আমার প্রিয় মা-বোনেরা তারা তাদের সিদ্ধান্ত নিতে কখনো ভুল করেন না৷ সুতরাং আপনারা যে সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের সঙ্গে আমি থাকবো।’
পানিশ্বর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন: পানিশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা মেম্বার, আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক নাসির মুন্সি।
জনসভায় পানিশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ২৩:১১:৩৫ ২ বার পঠিত