আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ
শনিবার, ২৯ নভেম্বর ২০২৫



আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

সফরকারী আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ১৭১ রানের জবাবে দুই বল বাকি থাকতে ম্যাচ জেতে স্বাগতিকরা।

লিটন দাসের দৃষ্টিনন্দন হাফসেঞ্চুরি আর পারভেজ হোসেনের ঝলমলে শুরুর ওপর ভর করে শুরুটা ছিল বেশ মসৃণ। কিন্তু শেষদিকে কয়েকটি দ্রুত উইকেট হারিয়ে চাপ বাড়ে বাংলাদেশের। ঠিক সেই সময় মোহাম্মদ সাইফউদ্দিন গুরুত্বপূর্ণ ছক্কা–চার মেরে দলকে ম্যাচে ফেরান।

শেষ ১০ বলে বাংলাদেশের প্রয়োজন ছিল ১৪ রান। মার্ক অ্যাডায়ারের এক ওভারে সাইফউদ্দিন একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন।

শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ৩ রান। জশ লিটলের চতুর্থ বলটি কাভারের ওপর দিয়ে ঠেলে বাউন্ডারিতে পাঠিয়ে জয়সূচক রান তুলে নেন শেখ মেহেদি হাসান।

এর আগে ব্যাট হাতে লিটন দাস ৩ ছক্কা ও ৩ চারে ৩৭ বলে ৫৭ রান করেন। পারভেজ ২৮ বলে ৪৩ করে আউট হন।

আয়ারল্যান্ড আগে ব্যাট করে ১৭০ তোলে। পাওয়ারপ্লেতে পল স্টার্লিং ও টিম টেক্টর ঝড় তুলে ২৮ বলে ৫৭ রান যোগ করেন। স্টার্লিং ১৪ বলে ২৯ করে আউট হন, টেক্টর করেন ২৬ বলে ৩৮।

বাংলাদেশ সময়: ২৩:২৭:২০   ৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম
ব্রাজিল ফ্যান জামালের চাওয়া, ডেনমার্ক জিতুক বিশ্বকাপ
বুধবার বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি
আইসিসি থেকে এখনো চিঠি পায়নি বিসিবি : আসিফ আকবর
‘ভারতে গিয়ে বাংলাদেশের খেলার পরিবেশ নেই’
রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা
৯২ বছরের ইতিহাসে এফএ কাপে ম্যানসিটির ১০ গোলে জয়
২০ বছর পর সেমিফাইনালে মরক্কো, দিয়াজের ৫ ম্যাচে পাঁচ গোল
আরেকটি ট্রফি জিতলো পিএসজি, আড়াই বছরে এনরিকের অধীনে ১০
বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ