
এলিমিনেটর ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকিয়ে নায়ক বনে গিয়েছিলেন ক্রিস ওকস। আজ যখন নামলেন তখন সমীকরণটা অনেক কঠিন। কতটা কঠিন সেটা শেষ ওভারের সমীকরণ বলে দিচ্ছে। ৬ বলে ২৪ রানের সমীকরণ।
বিনুরা ফার্নান্দোর দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ইঙ্গিতও মনে হয় দিতে চাচ্ছিলেন ওকস। তবে পুরো ম্যাচে সিলেট টাইটানসের ব্যাটারদের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামানো বিনুরা শেষ চার বলে সুযোগই দিলেন না। সবমিলিয়ে ১১ রান দিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে ১২ রানের জয় এনে দিয়েছেন শ্রীলঙ্কার পেসার।
তাতে ফাইনালও নিশ্চিত হয়ে যায় রাজশাহীর।
দ্বিতীয় সুযোগটা ভালোভাবেই কাজে লাগাল নাজমুল হোসেন শান্তর দল। আগামী শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস। শিরোপা জয়ের সঙ্গে সেদিন সুযোগ থাকছে প্রতিপক্ষদের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার। প্রথম কোয়ালিফায়ারে রাজশাহীকে হারিয়েই ফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম।
ফাইনালের ওঠার লক্ষ্যে ১৬৬ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। বিনুরা ফার্নান্দোর তোপে দলীয় ৭ রানে ড্রেসিংরুমে ফেরেন জাকির হাসান ও আরিফুল ইসলাম। দুজনকে রানের খাতা খুলতে দেননি শ্রীলঙ্কার বাঁহাতি পেসার। শেষ দিকে আরো দুটি নিয়েছেন তিনি।
সেখান থেকে তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়ে ম্যাচ ঘুরানোর চেষ্টা করেছিলেন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস।
তবে ব্যক্তিগত ৪৫ রানে ইমন আউট হতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সিলেট। সঙ্গে ম্যাচ থেকে দূরে সরতে থাকে তারা।
পরে আর কাছে আসা হয়নি। শেষ পর্যন্ত ১৫৩ রানে থামতে হয়েছে সিলেটকে। স্লোয়ার, ইয়র্কার এবং পেসে দুর্দান্ত বোলিং করা বিনুরা ১৭ রান খরচ সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি।
এর আগে প্রথমে ব্যাটিং করে দুই কিউই ব্যাটার জিমি নিশাম ও কেন উইলিয়ামসনের দুটি চল্লিশোর্ধ্ব ইনিংসে ১৬৫ রানের সংগ্রহ পায় রাজশাহী ওয়ারিয়র্স। অলরাউন্ডার নিশামের ৪৪ রানের বিপরীতে সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থাকেন বিপিএল খেলতে আজই ঢাকায় আসা উইলিয়ামসন।
তৃতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটাও ভালো পেয়েছিল রাজশাহী। উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন শাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। তবে মাঝে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদের সম্মুখীন হয়েছিল রাজশাহী। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৭৭ রানের জুটি গড়েন নিশাম-উইলিয়ামসন। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার সালমান ইরশাদ।
বাংলাদেশ সময়: ২২:২৯:৫০ ৩ বার পঠিত