মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ. লীগ নেতাদের কী কথা হলো

প্রথম পাতা » ছবি গ্যালারী » মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ. লীগ নেতাদের কী কথা হলো
মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২



মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ. লীগ নেতাদের কী কথা হলো

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক হয়েছে আওয়ামী লীগ নেতাদের। সোমবার (২৮ নভেম্বর) রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের গুলশানের বাসায় এ বৈঠক হয়।

শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাথিউ বে এতে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তারা একসঙ্গে নৈশভোজ করেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্য প্রসারসহ নানা বিষয়ে আলাপ করেন।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, ‘আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের বাসায় ডিনারের দাওয়াত ছিল এটি। এমনিতেই কুশল বিনিময় ও আলাপচারিতা হয়েছে, আমাদের দু’দেশের মধ্যে সম্পর্ক যেন আরও গভীর হয়, সে বিষয়ে কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি বলেছি, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে বিশাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। সেখানে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। অ্যামেরিকান ইন্ডাস্ট্রিয়ালিস্টদের তারা জানাতে পারে যে, এখানে সুবিধা আছে, বিনিয়োগ করতে পারে।’

হানিফ বলেন, রাষ্ট্রদূত বলেছে, তারা বিষয়টি জানে। তবে এখানে বিনিয়োগকারীদের কিছু সমস্যা আছে। কারণ আমাদের এখানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কিছু কিছু সমস্যা হয়, যেকোনো কাজ দেরিতে হয়। আমি বলেছি, সরকার চেষ্টা করছে এগুলো আরও দ্রুত ও সহজ করতে।

বাংলাদেশ সময়: ১০:৫৩:৫৫   ৪০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে প্রতিভা ও মেধা বিকাশ - শারমীন এস মুরশিদ
গ্যাসের দাম বেশি নেওয়ায় সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
এনসিপিকে ১০ আসন ছাড়ার খবরে মুখ খুললেন জামায়াত নেতা তাহের
আফ্রিকা কাপের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি
সুষ্ঠু ভূমি ব্যবস্থাপনার স্বার্থে সিকস্তি ও পয়স্তি লাইন টানা প্রয়োজন - ভূমি সচিব
ভোলায় অটোরিকশাচালক হত্যার হত্যার ঘটনায় গ্রেফতার ৩
নির্বাচনী ট্রেন সচল করতে যন্ত্রাংশ বদলে গতি ফেরানোর চেষ্টা ইসির
চীন-রাশিয়া-ইরানকে বের করে দাও : ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ট্রাম্প
সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্ড
হলফনামায় আয়কর রিটার্নের তথ্যে টাইপিং মিস্টেক ছিল, সংশোধন করা হয়েছে: সারজিস আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ