ব্রাজিলের কিংবদন্তিও চায় মেসি বিশ্বকাপ জিতুক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলের কিংবদন্তিও চায় মেসি বিশ্বকাপ জিতুক
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২



ব্রাজিলের কিংবদন্তিও চায় মেসি বিশ্বকাপ জিতুক

ব্রাজিলের খেলোয়াড়রা কখনোই চাইবেন না আর্জেন্টিনাই জিতুক এবারের বিশ্বকাপ। যেমনটা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। কিন্তু ভিন্ন মতের ব্রাজিলিয়ান তারকারাও আছেন, যারা চান লাতিন আমেরিকার দল মেসির আর্জেন্টিনার হাতেই উঠুক এবারের বিশ্বকাপ। সেই দলে আছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ফুটবলার কাফু।

২০০২ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ব্রাজিল। সেবার বিশ্বকাপের শিরোপাও জিতেছিল তারা। সে দলের সদস্য ছিলেন কাফু। আর কাফুর মতে এবারের বিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চায় পুরো বিশ্ব।

ওলে ক্লারিনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল দলের সাবেক রাইট ব্যাক কাফু বলেন, ‘আমি প্রথমে মেসির, এরপর আর্জেন্টিনার সমর্থন দেব। কেন আমি মেসিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইব না?’

এদিকে ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর ব্রাজিল নেই বলেই অনেক ব্রাজিলিয়ান ফুটবলার এবং সমর্থকরাও চাচ্ছে মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ। কারণ মেসি নিজেই জানিয়ে দিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।

কাফু বলেন, ‘ব্রাজিল না থাকলে আমি মেসিরই সমর্থন দেব। সে একটা দারুণ বিশ্বকাপ কাটাচ্ছে। প্রথম ম্যাচটা হারের পর সে আর আর্জেন্টিনা বড় সমালোচনার মুখেই পড়ে গিয়েছিল, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কাতেও পড়ে গিয়েছিল।’

কাফু আরও বলেন, ‘প্রথম ম্যাচে হারের পরই সে নিয়ন্ত্রণ নিল, দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিল। মনে হলো, ‘এটা আমাকে দাও’ আর সে তার জাতীয় দলকে আরও ভালো করার পণ নিয়ে নেমেছিল যেন, আর সে এটা অর্জনও করেছে।’

কাফু এবারের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সমর্থন করলেও পুরো ব্রাজিলের বেশির ভাগ মানুষ তাদের প্রতিবেশী দেশ বিশ্বকাপ জিতুক তা চায় না। এক জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ মানুষই চান না মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। তবে দেশটির ৩৩ শতাংশ মানুষ চায় লাতিন আমেরিকার দল হিসেবেই হোক কিংবা লিওনেল মেসির জন্য বিশ্বকাপটা জিতুক আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১০:৩২:৪৭   ৩৬৮ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র কে এই মামদানি?
উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং মারা গেছেন
আকাশ প্রতিরক্ষা জোরদার করতে আরও প্যাট্রিয়ট সিস্টেম পেল ইউক্রেন
গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প
তানজানিয়ার প্রেসিডেন্ট শপথ নিচ্ছেন
পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭
রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র, শেষ করে দিতে পারে একটি দেশ
ট্রাম্পের শাসনামলে যুক্তরাষ্ট্রের ‘রিজিম চেঞ্জ’ নীতির সমাপ্তি হয়েছে: তুলসী গ্যাবার্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ