ব্রাজিলের কিংবদন্তিও চায় মেসি বিশ্বকাপ জিতুক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলের কিংবদন্তিও চায় মেসি বিশ্বকাপ জিতুক
শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২



ব্রাজিলের কিংবদন্তিও চায় মেসি বিশ্বকাপ জিতুক

ব্রাজিলের খেলোয়াড়রা কখনোই চাইবেন না আর্জেন্টিনাই জিতুক এবারের বিশ্বকাপ। যেমনটা জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। কিন্তু ভিন্ন মতের ব্রাজিলিয়ান তারকারাও আছেন, যারা চান লাতিন আমেরিকার দল মেসির আর্জেন্টিনার হাতেই উঠুক এবারের বিশ্বকাপ। সেই দলে আছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ফুটবলার কাফু।

২০০২ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ব্রাজিল। সেবার বিশ্বকাপের শিরোপাও জিতেছিল তারা। সে দলের সদস্য ছিলেন কাফু। আর কাফুর মতে এবারের বিশ্বকাপটা মেসির হাতেই দেখতে চায় পুরো বিশ্ব।

ওলে ক্লারিনকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল দলের সাবেক রাইট ব্যাক কাফু বলেন, ‘আমি প্রথমে মেসির, এরপর আর্জেন্টিনার সমর্থন দেব। কেন আমি মেসিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চাইব না?’

এদিকে ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। আর ব্রাজিল নেই বলেই অনেক ব্রাজিলিয়ান ফুটবলার এবং সমর্থকরাও চাচ্ছে মেসির হাতেই উঠুক এবারের বিশ্বকাপ। কারণ মেসি নিজেই জানিয়ে দিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে।

কাফু বলেন, ‘ব্রাজিল না থাকলে আমি মেসিরই সমর্থন দেব। সে একটা দারুণ বিশ্বকাপ কাটাচ্ছে। প্রথম ম্যাচটা হারের পর সে আর আর্জেন্টিনা বড় সমালোচনার মুখেই পড়ে গিয়েছিল, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কাতেও পড়ে গিয়েছিল।’

কাফু আরও বলেন, ‘প্রথম ম্যাচে হারের পরই সে নিয়ন্ত্রণ নিল, দায়িত্বটাও নিজের কাঁধে তুলে নিল। মনে হলো, ‘এটা আমাকে দাও’ আর সে তার জাতীয় দলকে আরও ভালো করার পণ নিয়ে নেমেছিল যেন, আর সে এটা অর্জনও করেছে।’

কাফু এবারের বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার সমর্থন করলেও পুরো ব্রাজিলের বেশির ভাগ মানুষ তাদের প্রতিবেশী দেশ বিশ্বকাপ জিতুক তা চায় না। এক জরিপে দেখা গেছে, দেশটির ৬০ শতাংশ মানুষই চান না মেসির আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। তবে দেশটির ৩৩ শতাংশ মানুষ চায় লাতিন আমেরিকার দল হিসেবেই হোক কিংবা লিওনেল মেসির জন্য বিশ্বকাপটা জিতুক আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১০:৩২:৪৭   ১৭২ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


আলোচনাকারীরা যুদ্ধবিরতির কাজ এগিয়ে নেওয়ার সময় গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল
রাফাতে ইসরায়েলি হামলা মানে ‘আরও মানবিক বিপর্যয়’: জাতিসংঘ
যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার লক্ষ্যে আলোচনার আগে রাফাহতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল
ম্যাক্রোঁ ও ইইউ প্রধানের সঙ্গে শি’র বৈঠক
ইসরায়েল ও হামাসকে যুদ্ধবিরতির জন্য ‘আরো প্রচেষ্টা চালাতে’ জাতিসংঘ প্রধানের আহ্বান
৫ম বারের মতো প্রেসিডেন্টের শপথ নিলেন পুতিন
হজ ভিসায় সৌদি আরবের নতুন নিয়ম
ইসরাইলে গোলাবারুদের চালান স্থগিত করলো যুক্তরাষ্ট্র
উত্তর গাজায় পূর্ণ দুর্ভিক্ষের বিষয়ে বিশ্ব খাদ্য কর্মসূচি প্রধানের হুঁশিয়ারি
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস, ঘোষণা যে কোনো সময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ