মেসির সেই ‘বিশত’ কিনতে ১০ কোটি টাকার প্রস্তাব

প্রথম পাতা » আন্তর্জাতিক » মেসির সেই ‘বিশত’ কিনতে ১০ কোটি টাকার প্রস্তাব
শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২



মেসির সেই ‘বিশত’ কিনতে ১০ কোটি টাকার প্রস্তাব

কাতার বিশ্বকাপের ফাইনালে যখন শিরোপা নিয়ে উদ্‌যাপন করবেন মেসি, তার আগে মেসির গায়ে একটি পোশাক পরিয়ে দেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। যার নাম ‘বিশত’। মেসির সেই বিশত কিনতে এবার ১০ কোটি টাকা প্রস্তাব দিয়েছেন ওমানের এক ব্যক্তি।

মেসিকে যে পোশাকটি পরিয়ে দেয়া হয়েছিল, লম্বা সেই পোশাকটি পরা হয় সাদা আলখাল্লার ওপর। তৈরি করা হয় খুবই হালকা সুতা দিয়ে। থাকে খাঁটি সোনার কাজও। এটা আরব দেশগুলোতে মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। শীর্ষ কর্মকর্তা, শেখ ও সমাজের উচ্চমর্যাদার ব্যক্তিরা বিশত পরে থাকেন।

তবে আগে এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন না জাগলেও, মেসিকে ফাইনালে সেই বিশত পরিয়ে দেয়ার পরই এ নিয়ে আগ্রহ বাড়ে সবার। পোশাকটির প্রতি আগ্রহ দেখিয়ে মেসির সেই বিশত কিনতে ১০ কোটি টাকা প্রস্তাব দিয়েছেন ওমানের একজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা।

আহমেদ আল-বারওয়ানি নামের ওই ব্যক্তি ওমানের শুরা কাউন্সিলের সদস্য। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লেখেন, ‘আমার বন্ধু মেসি ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ জেতায় আমি ওমান সালতানাত থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে আরব বিশত পরিয়ে কাতারের আমির তামিম আমাকে মুগ্ধ করেছেন। এই বিশত উদারতা ও প্রজ্ঞার প্রতীক। আমি ওই বিশতের বিনিময়ে আপনাকে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০ কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা) অফার করছি।’

মেসির গায়ে যে বিশতটি পরিয়ে দেয়া হয়, সেটির দাম ২ হাজার ২০০ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ২ লাখ ৩০ হাজারের বেশি। এটি জাপান থেকে আনা নাজাফি কটন আর জার্মানি থেকে আনা স্বর্ণের থ্রেড দিয়ে বানানো। বানাতে সময় লাগে এক সপ্তাহ।

বাংলাদেশ সময়: ১০:৪২:২০   ২৯৪ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়তদের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ