আইরিশদের বিপক্ষেও ফিফটির দেখা পেলেন শান্ত

প্রথম পাতা » খেলাধুলা » আইরিশদের বিপক্ষেও ফিফটির দেখা পেলেন শান্ত
সোমবার, ২০ মার্চ ২০২৩



আইরিশদের বিপক্ষেও ফিফটির দেখা পেলেন শান্ত

সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেকসহ দুটি ফিফটির দেখা পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও ব্যাট হাতে সেই ধারাবাহিকতা ধরে রাখলেন বাঁহাতি এই ব্যাটার। সিলেটে আইরিশদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিফটির দেখা পেলেন শান্ত।

সমালোচনাকে শক্তি বানিয়ে নিজেকে একদম বদলে ফেলা নাজমুল শান্ত এই নিয়ে শেষ পাঁচ ম্যাচে তিনটি পঞ্চাশ ছাড়ানো ইনিংস উপহার দিলেন। এর মধ্যে চার ইনিংসে তিনি করেছেন পঁচিশ বা তার অধিক রান। যার ফলে ক্যারিয়ারে রীতিমত বসন্তের সুবাতাস বইছে তরুণ এই ব্যাটারের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৯ রান। শান্ত ৬৬ আর সাকিব আল হাসান ১৫ রানে অপরাজিত আছেন। টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ২৩ ও লিটন দাস ৭০ রান করে সাজঘরে ফিরে গেছেন।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। ব্যাট করতে নেমে শুরুটা বেশ দেখেশুনে করেছিলেন তামিম ইকবাল আর লিটন দাস।

তবে পাওয়ার প্লের ১০তম ওভারের শেষ বলে দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান তামিম। ফলে শেষপর্যন্ত তামিম-লিটনের ৪২ রানের জুটি ভেঙে যায়। ভালো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়ে উইকেটে সেট হতে গিয়েই ভুল করে এই দুর্ভাগ্যের শিকার হন তিনি।

তামিম লিটনকে কল দিয়েছিলেন রান নেয়ার জন্য। শর্ট রানের জন্য দৌড় দেয়ার আগেই বল কুড়িয়ে সরাসরি থ্রো করেন মার্ক অ্যাডেয়ার। সরাসরি থ্রোটি আঘাত হানে নন-স্ট্রাইকপ্রান্তের স্ট্যাম্পে। তখনও ক্রিজে পৌঁছার অনেক পথ বাকি তামিমের। ৩১ বলে ২৩ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। এর মধ্যেই মেরেছেন ৪টি বাউন্ডারির মার।

আগের ম্যাচে সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন। ফিরতে হয় ২৬ রানে। তবে এবার আর কোনো ভুল করেননি ড্যাশিং এই ওপেনার। ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন, ৫৩ বলে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:১৩   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মধ্যরাতেই হাতিরঝিলে আফঈদা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দিল বাফুফে
ফিফা ক্লাব বিশ্বকাপ: গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কারা
মেসির জোড়া গোলে বড় জয় মায়ামির
তানভীরের ফাইফারে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ
তুর্কমেনিস্তানের বিপক্ষে গোল উৎসব করে জিতল বাংলাদেশ
আল হিলালকে বিদায় করে সেমিতে ব্রাজিলের ফ্লুমিনেন্স
পিএসজিকে শক্ত প্রতিপক্ষ মানলেও নিজেদের সামর্থ্যে আস্থা বায়ার্নের
বাংলাদেশের জালে ১১ গোল দিলো জাপান
হংকংকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের
ঋতুপর্ণা ঝলকে মিয়ানমারকে হারিয়ে মূল পর্বের দ্বারপ্রান্তে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ