গোলহীন রোনালদো, হোঁচট আল-নাসরের

প্রথম পাতা » খেলাধুলা » গোলহীন রোনালদো, হোঁচট আল-নাসরের
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



গোলহীন রোনালদো, হোঁচট আল-নাসরের

মাঠে নামলেই যেন গোলের দেখা পাচ্ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! সর্বশেষ টানা তিন ম্যাচে জোড়া গোল করে বিরল এক হ্যাটট্রিক করেছিলেন পর্তুগিজ এই তারকা। দেশের হয়ে দুই ম্যাচে এই কৃতিত্ব অর্জনের পর তার ক্লাব আল-নাসরের হয়েও দুই গোল করেন তিনি। তবে আল ফায়হার বিপক্ষে জালের দেখা পেলেন না রোনালদো। এতে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগিতে হোঁচট খেয়ে ফিরেছে আল নাসর।

রোববার (৯ এপ্রিল) আল-ফায়হার ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধেই আল-নাসরকে এগিয়ে নিতে পারতেন রোনালদো। তবে ফাঁকা পোস্টের সামনে একা গোলরক্ষককে পেয়েও ঠিকমতো শট নিতে ব্যর্থ হন তিনি। ফলে গোলের সহজ সুযোগ নষ্ট করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

বিরতির পরও বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলেন সিআরসেভেন। তবে একবারও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি। ম্যাচের ৭১তম মিনিটে রোনালদোর বক্সের বেশ বাইরে থেকে দুরপাল্লার ফ্রি কিক লক্ষ্যভ্রষ্ঠ হয়। এরপর আরও একবার আশা জাগিয়েও গোল করতে পারেননি তিনি। ফলে নিষ্প্রাণ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

সৌদি প্রো লিগে আল ফায়হার সঙ্গে পয়েন্ট ভাগাভাগিতে টেবিলের দুইয়ে রয়েছে আল-নাসর। ২৩ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট। অন্যদিকে, ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল ইতিহাদ। আল ওয়েদার মাঠে সবশেষ ম্যাচে ২-০ গোলে জিতেছে তারা।

বাংলাদেশ সময়: ১১:৪৫:২৩   ১৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ