২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল

প্রথম পাতা » খেলাধুলা » ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল
মঙ্গলবার, ২৩ মে ২০২৩



২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে নিউক্যাসল

২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলো নিউক্যাসল ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করেও শীর্ষ চার নিশ্চিত হয়েছে ম্যাগপাইদের।

সবশেষ ২০০২-০৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলেছিল দলটি। এরপর আর জায়গা করে নিতে পারেনি তারা। তবে চলতি মৌসুমে নজরকাড়া পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে নিউক্যাসল।

সোমবার সেন্ট জেমস পার্কে ম্যাচে প্রায় ৭৮ শতাংশ বলের দখলসহ নিরঙ্কুশ আধিপত্য দেখায় নিউক্যাসল। তিনবার বারপোস্টে লেগে বল ফিরে এলে গোল বঞ্চিত হন উইলসন, আলমিরনরা। এ ছাড়া লেস্টার গোলরক্ষক ইভারসেনও বাঁধা হয়ে দাঁড়ান নিউক্যাসল খেলোয়াড়দের সামনে।

পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছাড়লেও এক ম্যাচ বাকি থাকা লিগে পঞ্চম স্থান দখলকারী লিভারপুল থেকে চার পয়েন্ট এগিয়ে থাকায়, চ্যাম্পিয়নস লিগে ফেরা নিশ্চিত হয় নিউক্যাসলের। আর অবনমন সীমায় রয়েছে লেস্টার।

এমন অর্জনের কৃতিত্ব খেলোয়াড়দের দিয়েছেন দলটির কোচ হাউ। তার ভাষ্যমতে, ওদের (খেলোয়াড়দের) মানসিকতা ও হার না মানা মনোভাবের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ক্লাব ও ছেলেরা আমার চাওয়া পূরণ করেছে।

এ কোচ আরও যোগ করেন, যখন দায়িত্ব নিয়েছি, তখন ভাবিনি এমনটা সম্ভব। তবে আমরা সব সময় নিজেদের উপর বিশ্বাস রেখেছি।

বাংলাদেশ সময়: ১৫:০১:২৬   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টস জিতে যুক্তরাষ্টকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
পাকিস্তানকে ৯-১ গোলে উড়িয়ে শিরোপার কাছে বাংলাদেশ
সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বায়ার্ন
ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত জয় বার্সেলোনার
বাংলাদেশ ভারতে না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে
সিলেটকে হারিয়ে বিপিএলের ফাইনালে রাজশাহী
পুরুষ দলের পর শ্রীলঙ্কার নারী দলকেও হারাল বাংলাদেশ
সুয়ারেজের জোড়া গোলে চ্যাম্পিয়ন পিএসজিকে হারাল স্পোর্টিং
জাপানকে উড়িয়ে দেয়ার ম্যাচে অস্ট্রেলিয়ার ওপেনারের বিশ্বরেকর্ড
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির ভরাডুবি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ