লা লিগা: বেলিংহামের জোড়া গোলে রিয়ালের জয়

প্রথম পাতা » খেলাধুলা » লা লিগা: বেলিংহামের জোড়া গোলে রিয়ালের জয়
রবিবার, ২০ আগস্ট ২০২৩



লা লিগা: বেলিংহামের জোড়া গোলে রিয়ালের জয়

দলে নতুন আসা জুড বেলিংহামের জোড়া গোলে শনিবার পিছিয়ে পড়েও লা লিগায় আলমেরিয়াকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর বেলিংহাম বলেছেন গত মৌসুমের তুলনায় ১০ গুন ভাল এবার তিনি খেলছেন।
গত সপ্তাহে মাদ্রিদের জার্সি গায়ে অভিষেকেই গোল করেছিলেন এই ইংলিশ মিডফিল্ডার। আবারো কার্লো আনচেলত্তিকে শতভাগ জয় উপহার দিয়ে নিজেকে প্রমান করলেন।
পাওয়ার হাউজ স্টেডিয়ামে মাদ্রিদের হয়ে তৃতীয় গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। ভিনির এই গোলেও সহযোগিতা করেছেন বেলিংহাম। এর আগে সার্জিও আরিবাসের গোলে শুরুতে এগিয়ে গিয়েছিল আলমেইরা।
তারকা স্ট্রাইকার করিম বেনজেমা গ্রীষ্মের শুরুতে সৌদি পেশাদার লিগে চলে যাবার পর তার স্থান আস্থার সাথেই পূরণ করে চলেছেন বেলিংহাম। বুন্দেসলিগা থেকে আসার পর ইতোমধ্যেই দুই ম্যাচে তিন গোল করে ফেলেছেন। বরুসিয়া ডর্টমুন্ড ও বার্মিংহ্যাম সিটির সাবেক এই তারকা মাদ্রিদের সাবেক তারকা জিনেদিন জিদানের পাঁচ নম্বর জার্সির সম্মান ভালভাবেই রাখছেন। ম্যাচ শেষ রিয়াল মাদ্রিদ টিভিকে বেলিংহাম বলেছেন, ‘গত মৌসুমে আমি যা ছিলাম তার থেকে ১০গুন বেশী ভাল এবার খেলছি। এই খেলোয়াড়দের সাথে সত্যিকার অর্থেই আমি স্বস্তি অনুভব করছি। প্রতিদিনই আমি শিখছি। এখানে খেলার মান অনেক উঁচু। সতীর্থরা যা বলছে সবকিছুই আমি গ্রহন করছি। এ কারনেই মৌসুমের শুরুটাও ভাল হয়েছে।’
এডুয়ার্ডো কামভিঙ্গা ও ইনজুরিতে থাকায় এডার মিলিটাওর স্থানে দুই জার্মান টনি ক্রুস ও এন্টোনিও রুডিগারকে নিয়ে মাঠে নেমেছিল মাদ্রিদ। গোলবার সামলানোর দায়িত্বে ছিলেন আন্দ্রি লুনিন। থিবো কোর্তোয়ার ব্যাক-আপ হিসেবে চেলসি থেকে দলে আসা কেপা আরিজাবালাগা ছিলেন বদলী বেঞ্চে। তিন মিনিটে লুকাস রবারটোনসের ক্রস আরিবার হেড আটকাতে ইউক্রেনিয়ার গোলরক্ষক লুনিনের আরো কিছুটা চেষ্টার প্রয়োজন ছিল। মাদ্রিদের সাবেক খেলোয়াড় আরিবাস ফ্র্যান গার্সিয়ার উপর দিয়ে হেডের সাহায্যে লুনিনকে পরাস্ত করলে এগিয়ে যায় আলমেরিয়া।
মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বলেছেন, ‘লুনিন দারুন খেলেছে। বিলবাওতে যেমনভাবে সে খেলতো। আজ অথবা কাল হয়তো কেপা ঠিকই মাঠে নামবে। কিন্তু তার আগে লুনিনের ভিতর আমরা কিছুটা আত্মবিশ^াস দেখতে চাচ্ছি।’
১৯ মিনিটে বেলিংহাম মাদ্রিদের হয়ে সমতা ফেরান। ভিএআর অফসাইড ও হ্যান্ডবল পরীক্ষা করে মাদ্রিদকে গোল উপহার দেয়। বিরতির ঠিক আগে ক্রুস মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু ডানি কারভাহালের ফাউলে গোলটি বাতিল হয়ে যায়। ৬০ মিনিটে ক্রুসের ক্রসে বেলিংহামের শক্তিশালী গোলে এবার এগিয়ে যায় মাদ্রিদ। ৭৩ মিনিটে বেলিংহামের নিখুঁত পাসে ভিনিসিয়াস কোনাকুনি শটে মাদ্রিদের জয় নিশ্চিত করেন।
আনচেলত্তি বলেছেন, ‘লা লিগায় আমাদের স্টাইলের সাথে দারুনভাবে মানিয়ে নিয়েছে বেলিংহাম। সত্যিই সে অসাধারণ খেলোয়াড়।’
ভ্যালেন্সিয়ার থেকে গোল ব্যবধানে এগিয়ে মাদ্রিদ এই মুহূর্তে টেবিলের শীর্ষে অবস্থান করছে। উভয় দলই প্রথম দুই ম্যাচে সম্ভাব্য ৬ পয়েন্ট তুলে নিয়েছে।
এর আগে দিনের অপর ম্যাচগুলোতে এ্যাথলেটিক বিলবাও ২-০ গোলে ওসাসুনাকে পরাজিত করেছে, সেল্টা ভিগো ১-১ গোলে রিয়াল সোসিয়েদাদের সাথে ড্র করেছে।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩৬   ১৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অ্যানফিল্ডে লিভারপুলকে নিয়ে ছেলে খেলা করল ক্রিস্টাল প্যালেস
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল নিউজিল্যান্ড
সেঞ্চুরির জবাব সেঞ্চুরিতে দিয়ে জিতল বাংলাদেশ
মেসি-রোনালদোসহ যেসব তারকারা পেলেন ফিফপ্রোর বর্ষসেরার মনোনয়ন
ম্যানসিটিকে হারিয়ে এমেরির জাদুতে ইতিহাস গড়ল অ্যাস্টন ভিলা
১৬ রানে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
হেরেই চলেছে লিভারপুল, টানা তৃতীয় জয় ইউনাইটেডের
১০ জন নিয়েও ইউরো চ্যাম্পিয়নদের হারাল ব্রাজিল
সাফ অ্যাথলেটিকসে প্রথম পদক বাংলাদেশের
মেসির জোড়া গোলে মায়ামির জয়,পেলেন গোল্ডেন বুট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ