মাঠে নেমে কেবল মেসিকেই দেখেন সতীর্থ কামাল

প্রথম পাতা » খেলাধুলা » মাঠে নেমে কেবল মেসিকেই দেখেন সতীর্থ কামাল
মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩



মাঠে নেমে কেবল মেসিকেই দেখেন সতীর্থ কামাল

লিওনেল মেসি শুধু ফুটবল মাঠে জাদু দেখান না, জাদু দিয়ে ভক্তদের বুদও করে রাখেন। আর তার জাদুতে কেবল গ্যালারি বা পর্দার সামনের দর্শক নয়, মাঠের সতীর্থরাও পর্যন্ত মোহগ্রস্ত হয়ে থাকেন। এবার এমনই একটি ঘটনা সমানে এসেছে।

ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ কামাল মিলার বলেছেন, মাঠে নেমে নিজের খেলার প্রতি তিনি মনোযোগ দিতে পারেন না। তার সম্পূর্ণ মনোযোগ কেড়ে নেন মেসি। তিনি যেন বুদ হয়ে থাকেন মেসির খেলা দেখে।

মেসিকে নিয়ে কামাল মিলার বলেছেন, ‘মাঠে মেসির মতো বড় তারকা উপস্থিত থাকলে নিজের খেলায় মনোযোগ দেয়া খুব কঠিন। আবার তার খেলা আপনি উপভোগ না করেও পারবেন না। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মেসি মাঠে থাকলে আমাদের খেলার মানও বাড়াতে হয়। তবে সেই কাজটি তার কারণে খুব সহজ হয়।’

কামাল আরও বলেছেন, ‘মেসির কারণে আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই সমর্থন পাচ্ছি। এর মধ্যে নিউইয়র্কে সমর্থন পেয়েছি সবচেয়ে বেশি। এটি মেসির জন্যই হয়েছে। আমরা বেশ উপভোগ করছি সবকিছু। আর মেসি তো এমন সম্মানেরই যোগ্য।’

এ দিকে মেসি পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব মায়ামিতে যাওয়ার পরে পুরো প্রেক্ষাপটই পরিবর্তন হয়ে গেছে। সেখানকার মানুষের পছন্দের তালিকার চারে থাকা ফুটবলের প্রতি এখন সর্বোচ্চ আগ্রহ দেখা যাচ্ছে। আকাশচুম্বী দাম দিয়ে টিকিট কেটেও তারা মাঠে গিয়ে খেলা দেখছেন। অপরদিকে মেসিও সমানতালে পারফর্ম করে যাচ্ছেন। এখন পর্যন্ত ক্লাবটির জার্সিতে ৯ ম্যাচ খেলে টানা ১১ গোল করেছেন তিনি। এর মধ্যে দলকে একটি শিরোপাও জিতিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৪১   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব
বিরতি শেষে ইউরোপীয় জায়ান্টদের কারা কখন মাঠে নামছে
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ