গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ‘হতভম্ব’ জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ‘হতভম্ব’ জাতিসংঘ
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩



গাজার হাসপাতালে ইসরাইলি হামলায় ‘হতভম্ব’ জাতিসংঘ

অবরুদ্ধ গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরাইলি বাহিনীর হামলায় নারী-শিশুসহ অন্তত পাঁচ শতাধিক মানুষের মৃত্যুতে ‘হতভম্ব’ হয়ে পড়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে নিজেই এ কথা জানিয়েছেন তিনি।

হামলার নিন্দা জানিয়ে এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে গুতেরেস লিখেছেন, ‘আজ (মঙ্গলবার, ১৭ অক্টোবর) গাজার একটি হাসপাতালে হামলায় শত শত ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় আমি হতভম্ব। আমি এর তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

‘আন্তর্জাতিক আইনে সব হাসপাতাল ও চিকিৎসাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে,’ যোগ করেন তিনি।

তবে চীন সফরের আগে বুধবার (১৮ অক্টোবর) গুতেরেস জানান, জিম্মিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দিতে ইসরাইলকে আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলি আরব হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে অন্তত পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া ধ্বংসস্তূপে আটকা পড়েছেন অনেকে। পাশাপাশি আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরাইলি হামলা থেকে বাঁচতে গাজার বহু বাসিন্দা ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। এছাড়া আগে থেকেই সেখানে ভর্তি ছিলেন ইসরাইলি বাহিনীর হামলায় আহত শত শত রোগী।

বাংলাদেশ সময়: ১৫:১৫:৩২   ৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নাইজেরিয়ায় স্থলমাইন বিস্ফোরণে জিহাদি বিরোধী ১১ মিলিশিয়া যোদ্ধা নিহত
নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে ফের ২ বাংলাদেশি নিহত
মিয়ানমারের জাতীয় গ্রন্থাগারে বাংলাদেশ দূতাবাসের বই অনুদান
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য - প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু
পশ্চিমবঙ্গের ২০ জায়গায় তাপমাত্রা ছাড়াল ৪০ ডিগ্রি
অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন প্রায় সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ফিলিপাইনে তীব্র তাপদাহ : ‘এত গরম যে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না’
ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যেই রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আটক
গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ভেতর গভীরতম হামলা চালাল হিজবুল্লাহ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ