পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩



পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা ৫ ম্যাচে হেরেছে টাইগাররা। অন্যদিকে প্রথম দুই ম্যাচ জিতে শুরু করেছিল পাকিস্তান। এরপর টানা চার ম্যাচে হেরেছে বাবর আজমের দল। হারের বৃত্তে বন্দী দুই দল এবার মুখোমুখি হচ্ছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাংলাদেশ দলে খুব একটা পরিবর্তনের সম্ভবনা নেই। সর্বোচ্চ একটা জায়গায় পরিবর্তন আসরে পারে। শেখ মেহেদির জায়গায় নাসুম খেলতে পারেন। তবে সেই সম্ভাবনাও খুবই কম। উইকেট খুব বেশি স্পিন সহয়ায়ক না হলে মেহেদির খেলার সম্ভাবনাই বেশি।

এদিকে পাকিস্তানের একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। চোট পাওয়া ওপেনার ফখর জামান পুরো ফিট হয়ে ওঠেছেন। বাজে সময় পার করা ইমাম উল হকের জায়গায় ফিরতে পারেন তিনি। তবে শাদাব খান এখনো ফিট নন, তাই উসামা মীরের আরেকটা সুযোগ আসতে পারে। এদিকে মোহাম্মদ নাওয়াজ জায়গা হারাতে পারেন। সেখানে ফিরতে পারেন সালমান আলী আগা।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম/শেখ মেহেদি, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তানের একাদশ (সম্ভাব্য)- আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক/ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নেওয়াজ/সালমান আলী, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

বাংলাদেশ সময়: ১২:২৭:৫১   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রথম হারের স্বাদ পেল সেনাবাহিনী
লা লিগায় জাভির শততম ম্যাচটি জয় দিয়ে রাঙালো বার্সেলোনা
যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
তিন বছর পর জুভেন্টাসের শিরোপা জয়
দেশ ছাড়ার আগে বিশ্বকাপের ফটোসেশনে বাংলাদেশ দল
র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের অবস্থানের ব্যাপক রদবদল
লা লিগা: সোসিয়েদাদকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সেলোনা
ডুরানের জোড়া গোলে লিভারপুলের সাথে ড্র নিয়ে মাঠ ছাড়লো ভিলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা বাংলাদেশের
প্রিমিয়ার লিগ: ইউনাইটেডকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ