শেষ মুহূর্তের নাটকীয়তায় ইউনাইটেডের হোঁচট

প্রথম পাতা » খেলাধুলা » শেষ মুহূর্তের নাটকীয়তায় ইউনাইটেডের হোঁচট
রবিবার, ৩১ মার্চ ২০২৪



শেষ মুহূর্তের নাটকীয়তায় ইউনাইটেডের হোঁচট

ঘরের মাঠে পুরো ম্যাচে দাপট দেখিয়েই খেলেছিল ব্রেন্টফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নির্ধারিত সময়ে প্রায় ৩০ টি শট নিলেও কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলনা স্বাগতিকেরা।উল্টো ম্যাচে চাপে থাকা ইউনাইটেড ৯৬ তম মিনিটে ম্যাসনের মাউন্টের ‘প্রথমে’ পেয়ে যায় গোল।আর তাত জয়ও প্রায় নিশ্চিত হয়ে যায় রেড ডেভিলসদের।

তবে সেটি হলে যে কোনাভাবেই মানতে পারতেন ব্রেন্টফোর্ড কোচ টম ফ্র্যাংক।ম্যাচ শেষে তাই বলেও বসলেন,ম্যাচে উজ্জবীত ফুটবল খেলা তার দল হারলে ফুটবল বিধাতার উপর তার বিশ্বাসই উঠে যেত।

তবে ব্রেন্টফোর্ড বসের সে বিশ্বাস আপাতত থাকছে।কারণ রোমাঞ্চকর ম্যাচটি ৯৯তম মিনিটে ক্রিস্টোফার আইয়ের গোলে ড্র করে স্বাগতিকেরা।এক এক করে টানা ৩০টি শট ব্যর্থ হওয়ার পরে ইউনাইটেডের জাল খুঁজে পায় ব্রেন্টফোর্ড। ১-১ ব্যবধানে শেষ হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ইউনাইটেড। আর তাতে প্রিমিয়ার লিগের চার থেকে শেষ করা সম্ভবনা আরও ক্ষীণ হয়ে গেল এরিক টেন হেগের দলের।

২৯ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টটেনহ্যাম হটস্পার। আর ৩০ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।

২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে লিভারপুল। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

৩০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে ব্রেন্টফোর্ড।

বাংলাদেশ সময়: ১৩:২১:০৭   ১৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


সুপার ওভারে জিতল রাজশাহী
অবসরের ঘোষণা দিলেন জুভেন্টাস ও বার্সায় খেলা পিয়ানিচ
এক ম্যাচে ৩ গোলকিপার, তবুও হার এড়াতে পারল না উগান্ডা
এমি মার্তিনেজের ভিলার জালে গোল উৎসব আর্সেনালের
বার্সেলোনার মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি
বিশাল জয়ে দুর্দান্ত শুরু রংপুর রাইডার্সের
চার দশকের অপেক্ষার অবসান হলো মোজাম্বিকের
সিটিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার আর্সেনালের
মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো
জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ