চার মাস পর পাওয়া বেনজেমার গোলে ফাইনালে ইত্তিহাদ

প্রথম পাতা » খেলাধুলা » চার মাস পর পাওয়া বেনজেমার গোলে ফাইনালে ইত্তিহাদ
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪



চার মাস পর পাওয়া বেনজেমার গোলে ফাইনালে ইত্তিহাদ

রিয়াল মাদ্রিদ ছেড়ে আল ইত্তিহাদে যোগ দেয়ার পর সময়টা ভালো যাচ্ছিল না করিম বেনজেমার। এই সময়ে কোচের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন। গোলখরায় হারিয়ে যাচ্ছিলেন আলোচনা থেকেও। দুঃসময় আষ্টেপৃষ্ঠে ধরেছিল ফরাসি স্ট্রাইকারকে। অবশেষে চার মাস পর গোল পেয়েছেন বেনজেমা। সেই গোলও আবার করেছেন ম্যাচ শুরুর মিনিট পার না হতেই। তাতে জয় পেয়ে বেনজেমার দল সৌদি সুপার কাপের ফাইনালে।

সোমবার (৮ এপ্রিল) সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ওয়াহেদাকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আল ইত্তিহাদ।

আবুধাবিতে আল ওয়াহেদার বিপক্ষে দলকে এগিয়ে দিতে মোটে ৫৫ সেকেন্ড সময় নেন বেনজেমা। প্রতিপক্ষের রক্ষণের ভুলে বল পেয়ে যান ফরাসি স্ট্রাইকার।

সৌদি সুপার কাপে এটিই দ্রুততম গোলের রেকর্ড। ২০১৩ সালে আগের রেকর্ডটি গড়েছিলেন আল ফাতেহর স্ট্রাইকার দরিস সালোমো ফুয়াকুপুতু।

চলতি বছরে এটিই বেনজেমার প্রথম গোল। এর আগে গত বছর ১৫ ডিসেম্বর শেষ গোল করেছিলেন বেনজেমা। তবে সৌদি প্রো লিগে গত নভেম্বরের পর আর গোল করতে পারেন নি তিনি। চলতি লিগে ২০ ম্যাচে মাত্র ৯ গোল করেছেন বেনজেমা।

বেনজেমার গোলে এগিয়ে যাওয়া আল ইত্তিহাদ প্রথমার্ধের শেষের দিকে লিড দ্বিগুণ করে। আব্দেররাজ্জাক হামেদাল্লাহ গোল করেন। আল ওয়াহেদার হয়ে ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করেন হুসাইন আহমেদ আল ঈসা। তবে তা হার এড়াতে যথেষ্ট ছিল না।

আরেক সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরকে একই ব্যবধানে হারিয়েছে আল হিলাল। আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল) ফাইনালে আল হেলালের মুখোমুখি হবে বেনজেমার আল ইত্তিহাদ।

বাংলাদেশ সময়: ১২:২৬:২১   ৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানকে সহজে হারাল নিউজিল্যান্ড
দেশে এসে পৌঁছেছেন হামজা চৌধুরী
মেসির গোল, ইন্টার মায়ামি উঠল টেবিলের শীর্ষে
রাতে লন্ডন ডার্বিতে মুখোমুখি চেলসি-আর্সেনাল
রোনালদোর ৯২৮তম গোল, ১০ জন নিয়েও আল নাসরের জয়
বড় জয়ে শেষ আটে ইউনাইটেড
কোবেনহাভনকে হারিয়ে শেষ আটে লেগিয়াকে পেল চেলসি
মাঠে ফিরেই গোল করে দলকে জেতালেন মেসি
বল জালে জড়াল, তবু কেন বাতিল আলভারেজের পেনাল্টি?
দাপুটে জয়ে শেষ আটে বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ