বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আ.লীগের সভা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আ.লীগের সভা শুরু
শনিবার, ২৯ জুন ২০২৪



বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আ.লীগের সভা শুরু

দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের আলোচনাসভা শুরু হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর আয়োজন করেছে।

শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে এই সভা শুরু হয়।

এর আগে দুপুর আড়াইটার মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’, ‘উন্নয়নের সরকার, বার বার দরকার’সহ বিভিন্ন স্লোগান নিয়ে সমাবেশস্থলে আসেন নেতাকর্মীরা।

দক্ষিণ আওয়ামী লীগের ২৪টি থানার নেতাকর্মীরা এই সমাবেশে উপস্থিত হয়েছেন।

আলোচনাসভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত আছেন আলীগের যুগ্ম সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগের সাবেক সাধারন সময়াদক ইসহাক আলী পান্না, সাঈদ খোকন এমপি, ঢাকা দক্ষিন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩১   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল কানাডা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া
নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার
সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার
মাসুদুজ্জামানের পক্ষে ২৪নং ওয়ার্ডে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ
দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য: গিয়াসউদ্দিন
নির্বাহী অফিসারদের মন্দির পরিদর্শনের নির্দেশ ডিসির
জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা
মহালয়ার মধ্যদিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু
৭৮ শতাংশের বেশি মানুষ অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্ট : জরিপ
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ