ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি
শনিবার, ১৬ নভেম্বর ২০২৪



ক্যারোলিন হচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দিয়েছেন। তিনি হচ্ছেন হোয়াইট হাউসের সর্ব কনিষ্ঠ (২৭) প্রেস সেক্রেটারি। এরআগে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে তিনি সহকারি প্রেস সেক্রেটারি ছিলেন। এছাড়া ক্যারোলিন ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র ছিলেন।

শনিবার এএফপি’র এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

গতকাল শুক্রবার ক্যারোলিনকে প্রেস সেক্রেটারি পদে নিয়োগ দিয়ে এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘ক্যারোলিন দক্ষ ও দৃঢ়চেতা একজন নারী। যোগাযোগের ক্ষেত্রে নিজের পারদর্শিতা তিনি দুর্দান্তভাবে প্রমাণ করেছেন। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে তিনি ভালোভাবে দায়িত্ব পালন করবেন ও মার্কিন জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবেন।’

চলতি বছরের (২০২৪ সাল) জানুয়ারিতেও ক্যারোলিন ট্রাম্পের প্রচারাভিযানে যোগ দেন। এরআগে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারির রেকর্ডধারী ছিলেন রন জিগলার। তিনি ১৯৬৯ সালে ২৯ বছর বয়সে এই পদে নিয়োগ পেয়েছিলেন।

ক্যারোলিন কারিন জ্যঁ-পিয়েরের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২২ সালের ১৩ মে দায়িত্ব নিয়েছিলেন কারিন। হোয়াইট হাউসে যোগ দেয়ার আগে ২০২০ সালে বাইডেনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন কারিন। বাইডেন যখন ওবামা প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তখনও তার অধীনে কারিন কাজ করেন।

ক্যারোলিন লেভিট যখন ট্রাম্পের প্রথম মেয়াদে সহকারি প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন তখন তিনি টগবগে, সুন্দর, কমনীয় এবং অপরুপ এক তরুণী হিসেবে হোয়াইট হাউসের শীর্ষ পদের দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করে বিশেষ খ্যাতি অর্জন করেন।

ক্যারোলিন শুক্রবার ফক্স নিউজ পডকাষ্ট অনলাইনে এক পোস্ট বার্তায় বলেছেন, ২০২৪ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি অনেক সাংবাদিকের ‘প্রচুর ভূয়া নিউজ’ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করেছেন।

তিনি আরো বলেছেন, ‘প্রচুর সাংবাদিক আছেন, যারা কখনোই সাংবাদিকতায় আগ্রহী ছিলেন না এবং এই রকম অনেক সাংবাদিককে আমরা প্রতিদিন মোকাবেলা করে আসছি।’

প্রেস সেক্রেটারি হিসেবে ট্রাম্পের কাছ থেকে তাকে প্রচুর চাপ মোকাবেলা করতে হবে, কারণ ট্রাম্প নিউজ কভারেজের ব্যাপারে সব সময় উদ্বীগ্ন থাকেন।

বাংলাদেশ সময়: ১৫:৫২:৩১   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারত-চীনের ওপর ১০০ শতাংশ করারোপে ইউরোপকে উস্কাচ্ছেন ট্রাম্প
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইউরোপের আরও এক দেশ
মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ