শপথের পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » শপথের পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫



শপথের পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতি চুক্তি বেশি দিন টিকবে বলে মনে করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ নেয়ার পর তিনি এমন মন্তব্য করেন। একইসঙ্গে গাজাকে অন্যভাবে পুনর্গঠন করতে হবে বলে মনে করেন ট্রাম্প।

শপথগ্রহণের পর প্রথম দিনে ওভাল অফিসে বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। অনুষ্ঠানে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, চুক্তির বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। ট্রাম্প এর জবাবে বলেন, ‘আমি আত্মবিশ্বাসী নই। এটি আমাদের যুদ্ধ নয়। এটি তাদের যুদ্ধ। আমার মনে হয় তারা অন্যদিকে খুবই দুর্বল।’

তিনি বলেন, ‘আমি গাজার একটি ছবি দেখলাম। গাজা যেন বিশাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজাকে আসলেই একটি ভিন্ন রুপে পুনর্নির্মাণ করতে হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, গাজা একটি আকর্ষণীয় স্থান। সমুদ্রের ধারে এর অবস্থান। এর আবহাওয়াও ভালো। মোট কথা সবকিছুই ভালো। মনে হচ্ছে গাজাকে নিয়ে সুন্দর কিছু করা সম্ভব। একে অন্যভাবে পুনর্গঠন করতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরাইলে আকস্মিক হামলা চালানোর পর গাজায় নজিরবিহীন হামলা চালানো শুরু করে ইসরাইল। ১৫ মাস ধরে চলা ইসরাইলের যুদ্ধে এখন পর্যন্ত ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগ নারী ও শিশু।

এর আগে ক্যাপিটল ওয়ান এরিনায় প্রেসিডেন্টের বক্তব্যের বিষয়ে, মধ্যপ্রাচ্যে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বলেন, মধ্যপ্রাচ্যে অগ্রগতি এবং স্থিতিশীলতার জন্য যা করণীয় সে বিষয়ে ট্রাম্পের নেতৃত্ব নতুন করে নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় ইসরাইল-হামাসের যুদ্ধবিরতি হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়। মুক্তিপ্রাপ্ত জিম্মিদের তালিকা হামাস সরবরাহ করতে না পারায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি স্থগিত করেন। পরে তালিকা দেয়া হলে বেলা সোয়া ১১টায় ইসরাইল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি কার্যকর হয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৪:১০:১৮   ১৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
হামাসকে নিরস্ত্রীকরণের আগে গাজার শাসন ব্যবস্থা গঠন জরুরি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, নিহত ছাড়াল ১৮০০
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া: পুতিন
প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন
কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা জাতিসংঘের
মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৮ বাংলাদেশিসহ আটক ১৭
বন্যা-ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে মৃত্যু হাজার ছাড়াল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ