পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫



পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে নতুন দুই মুখ

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। তার জন্য স্কোয়াড ঘোষণা করেছে কিউইরা। প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন মুহাম্মদ আব্বাস এবং নিক কেলি।

আইপিএলে ব্যস্ত থাকা নিউজিল্যান্ডের অনেক নিয়মিত ক্রিকেটার স্কোয়াডে নেই। তাদের মধ্যে রয়েছেন—মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, গ্লেন ফিলিপস। আনএভেইলএবল থাকায় রাখা হয়নি কেন উইলিয়ামসনকে। চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা ম্যাট হেনরিও নেই স্কোয়াডে।

অভিজ্ঞ ক্রিকেটারদের বলদি হিসেবে এক অনভিজ্ঞ স্কোয়াড সাজিয়েছে কিউইরা। পেস ইউনিটে রয়েছেন উইল ও’রউরকে, জ্যাকব ডাফি, বেন সিয়ার্স এবং নাথান স্মিথ। এছাড়া দলে ফিরেছেন লেগ স্পিনার আদিত্য অশোক। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলা অশোক দলে ফিরেছেন ঘরোয়া টুর্নামেন্টে ভালো করে। স্পিনার হিসেবে অশোক ছাড়া দলে আছেন মাইকেল ব্রেসওয়েল।

ল্যাথাম ছাড়া আরেকজন উইকেটরক্ষক মিচ হে। আইপিএলে ব্যস্ত থাকায় কনওয়ে এবং রাচিন না থাকায় নতুন ওপেনিং জুটিতে ইয়ংয়ের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে কেলিকে।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানি বংশোদ্ভূত মুহাম্মদ আব্বাস নিয়েই স্কোয়াড সাজিয়েছে নিউজিল্যান্ড। ২১ বছর বয়সি মুহাম্মদ আব্বাস পাকিস্তানের সাবেক ক্রিকেটার আজহার আব্বাস হারাজের ছেলে। পরিবারসহ নিউজিল্যান্ড পাড়ি জমানোর পর থেকে ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটন এবং অকল্যান্ডের হয়ে খেলেছেন ছোট আব্বাস। তাকে নিউজিল্যান্ডের ক্রিকেটের দারুণ প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয়।

আগামী ২৯ মার্চ নেপিয়ারে মাঠে গড়াবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

নিউজিল্যান্ডের স্কোয়াড
টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে, নিক কেলি, ড্যারিল মিচেল, উইল ও’রউরকে, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়ং।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৫২   ১৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব
বিরতি শেষে ইউরোপীয় জায়ান্টদের কারা কখন মাঠে নামছে
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন
‘শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সুপার ফোরে যাবে বাংলাদেশ’
নেপাল থেকে বিশেষ বিমানে দেশের পথে বাংলাদেশ দল
বিক্রি হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
স্পেনের গোল উৎসব, জার্মানির প্রথম জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ