৩৭০ রান তাড়া করে নেদারল্যান্ডসের বিশ্বরেকর্ড

প্রথম পাতা » খেলাধুলা » ৩৭০ রান তাড়া করে নেদারল্যান্ডসের বিশ্বরেকর্ড
শুক্রবার, ১৩ জুন ২০২৫



৩৭০ রান তাড়া করে নেদারল্যান্ডসের বিশ্বরেকর্ড

বড় রান তাড়া করার ক্ষেত্রে সক্ষমতার প্রমাণ আগেই দিয়েছিল নেদারল্যান্ডস। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭৫ রান তাড়া করতে গিয়ে টাই করেছিল স্কট অ্যাডওয়ার্ডসের দল। শেষ বলে ১ রান করতে না পারলেও সুপার ওভারে সেই ম্যাচ জিতেছিল ডাচরা। তবে এবার নির্ধারিত ওভারেই অসাধ্য সাধন করলেন ম্যাক্স ও’ডাউডরা।

ওয়ানডে বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচে গতকাল (১৩ জুন) স্কটল্যান্ডের দেয়া ৩৭০ রানের লক্ষ্য ৪ উইকেট এবং ৪ বল হাতে রেখে টপকে গেছে নেদারল্যান্ডস। প্রথম ইনিংসে জর্জ মানসির খেলা ১৯১ রানের রেকর্ড ইনিংসকে ম্লান করে দেয় দ্বিতীয় ইনিংসে ও’ডাউডের খেলা ১৫৮ রানের অপরাজিত ইনিংস।আর এই রান তাড়ায় ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে নেদারল্যান্ডস।

আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। আর ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটা। ২০১৯ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ৩৬১ রানের লক্ষ্য তাড়া করে জয়ের কীর্তিকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেছে ডাচরা।

৩৭০ রানের পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো করেন ডাচ দুই ওপেনার ও’ডাউড এবং মাইকেল লেভিট ভালো শুরু এনে দেন। লেভিট ব্যক্তিগত ৪৪ রান করে ফিরলেও ১৩০ বলে ১২ চার ও ৪টি ছক্কায় ১৫৮ রানের অপরাজিত ইনিংস খেলেন ও’ডাউড। ৫০তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার।

লক্ষ্য তাড়ায় কার্যকরী ইনিংস খেলেছেন তেজা নিদামানুরু (৫১) এবং নোয়াহ ক্রোয়েসও(৫০)। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস খেলেন ২৬ বলে ৩২ রানের ইনিংস। দলীয় প্রচেষ্টাতেই প্রায় অসম্ভব জয় ছিনিয়ে নেয় ডাচরা।

এর আগে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডকে পাহাড়সম সংগ্রহ এনে দেয়ার কারিগর জর্জ মানসি। ওপেনিংয়ে নেমেও ৪৯তম ওভার পর্যন্ত ব্যাট করে ১৪টি চার ও ১১টি ছক্কায় ১৫০ বলে ১৯১ রানের দানবীয় ইনিংস খেলেন স্কটিশ এই ওপেনার। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডটা নিজের করে নেন। তবে আফসোসের বিষয় হলো, সেটাও জয়ের জন্য পর্যাপ্ত ছিল না।

বাংলাদেশ সময়: ১৭:৩৩:০৮   ১৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


চার দশকের অপেক্ষার অবসান হলো মোজাম্বিকের
সিটিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার আর্সেনালের
মাইলফলকের ম্যাচে জোড়া গোল করলেন রোনালদো
জয় দিয়ে বছর শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড
দুই গোল পিছিয়ে থেকেও বসুন্ধরা কিংসকে রুখে দিলো আবাহনী
শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী, একাদশে আছেন যারা
রুদ্ধশ্বাস টাইব্রেকারে জিতে কারাবো কাপের সেমিতে আর্সেনাল
সাবিনার নেতৃত্বে দল ঘোষণা বাংলাদেশের
সালাহ’র শেষ সময়ের গোলে জয় পেল মিশর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ