ইসরাইলি হামলা বন্ধ না হলে আলোচনা নয়: আরাঘচি

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি হামলা বন্ধ না হলে আলোচনা নয়: আরাঘচি
শুক্রবার, ২০ জুন ২০২৫



ইসরাইলি হামলা বন্ধ না হলে আলোচনা নয়: আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইলি হামলা অব্যাহত থাকায় ইরান এই মুহূর্তে কারও সাথেই আলোচনার জন্য প্রস্তুত নয়। পরমাণু ইস্যুতে জেনেভায় ইউরোপীয় নেতাদের সাথে পূর্বনির্ধারিত বৈঠকের আগে শুক্রবার (২০ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনকে এ কথা জানিয়েছেন ইরানের এই শীর্ষ কূটনীতিক।

আরাঘচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের জন্য এরই মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। ইউরোপের তিন দেশের সঙ্গে শুক্রবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস।

ইসরাইলের সঙ্গে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প দুই সপ্তাহ সময় চেয়েছেন। এই পরিস্থিতিতে জেনেভা বৈঠকে ইউরোপীয় নেতারা ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানাবেন।

২০১৫ সালে ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষরদাতা দেশ হলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইইউ। ওই চুক্তির আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করলে তাদের ওপর থেকে বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

তবে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পর ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।

পরমাণু ইস্যুতে নতুন চুক্তির লক্ষ্যে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরান নতুন করে আলোচনা শুরু হয়। সেই আলোচনার মধ্যেই ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল।

গত সপ্তাহে ইরানে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর পরমাণু নিয়ে জেনেভায় তিন ইউরোপীয় দেশের সঙ্গে ইরানের বৈঠকটিকে প্রথম বড় কূটনৈতিক প্রচেষ্টা বলে মনে করা হচ্ছিল। কিন্তু আরাঘচির সবশেষ মন্তব্যে বৈঠকটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে ইরানে ইসরাইলের সামরিক আগ্রাসন শুক্রবার (২০ জুন) দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৮   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল
ভিয়েতনামে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, নিহত ৭
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ