ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্রে ইসরাইলের হামলা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্রে ইসরাইলের হামলা
শুক্রবার, ২০ জুন ২০২৫



ইরানের পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্রে ইসরাইলের হামলা

ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার জানিয়েছে, তারা দুই দেশের পাল্টাপাল্টি হামলার অষ্টম দিনে ‘ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র’ নামে পরিচিত একটি স্থাপনাসহ রাতের বেলা তেহরানের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা তেহরানের কেন্দ্রস্থলে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে- সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়নের জন্য এসপিএনডি (প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা) সদর দপ্তরসহ কয়েকটি স্থাপনা।

বিবৃতিতে বলা হয়, এসপিএনডি সদর দপ্তর ইরান সরকারের সামরিক সক্ষমতা সমর্থনকারী উন্নত প্রযুক্তি এবং অস্ত্রের গবেষণা ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়।

সেনাবাহিনী জানায়, বৃহস্পতিবার রাতে ৬০টিরও বেশি যুদ্ধবিমান কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ক্ষেপণাস্ত্রের উপাদান তৈরির স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ইঞ্জিন ঢালাইয়ে ব্যবহৃত কাঁচামাল তৈরির স্থাপনা।

তারা রাতভর ইরান থেকে উৎক্ষেপিত চারটি ইউএভিকে প্রতিরোধ করেছে বলে বিবৃতি বলা হয়।

শুক্রবার এক পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, তারা ইরানের তিনটি ‘ক্ষেপণাস্ত্র লঞ্চার’ ধ্বংস করেছে।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে দাবি করে ইসরাইল গত সপ্তাহে চিরশত্রু ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে, যা অষ্টম দিনে গড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার ইরান-ইসরাইলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশায় আলোচনা বসতে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৮   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মালদ্বীপে কনস্যুলার সেবা পেলেন প্রায় দু’হাজার প্রবাসী বাংলাদেশি
নেপালের নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় জেন-জি, ফের বিক্ষোভ
বিক্ষোভে হওয়া সহিংসতাকে অপরাধ বললেন সুশীলা কার্কি, তদন্তের ঘোষণা
ইসহাক দারকে রুবিও’র ফোন, পাক-মার্কিন সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
কায়রোয় হামাস নেতাদের হত্যার চক্রান্ত করছে ইসরাইল: মিশর
রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ভেঙে দেয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ইসরাইলের ‘চরমপন্থি মন্ত্রীদের’ শাস্তি দেয়ার ঘোষণা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্টের
নেপালে অরাজকতা, দেশজুড়ে কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা জারি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ