তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রিজভী

প্রথম পাতা » চট্টগ্রাম » তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রিজভী
বুধবার, ১৩ আগস্ট ২০২৫



তারেক রহমান লন্ডন থেকে প্রান্তিক অসহায় পরিবারের খোঁজ রাখেন : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ থেকে দশ হাজার মাইল দূরে লন্ডনে বসে দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় পরিবারের খোঁজ খবর রাখেন তারেক রহমান। তাই ঢাকা থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের নেতৃবৃন্দকে পাঠাচ্ছেন এবং তালিকা সংগ্রহ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি।

আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও একটি পরিবারকে অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা আজিজ নূরকেও চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

রুহুল কবির রিজভী বলেন, আপনার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা চাকরিতে বৈষম্য কমানোর জন্য আন্দোলন করেছে, মূল আন্দোলন তো বিএনপির নেতাকর্মীরা ১৬ বছর ধরে করে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুরের যুবদল নেতা মরহুম মোহাম্মদ ইউসুফের পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়। দুস্থ পরিবারের তিন বছর বয়সী শিশু মোহাম্মদ রাহান (হার্টে ছিদ্র) এবং এগারো বছর বয়সী শিশু মোহাম্মদ আরাফাতকে (থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত) চিকিৎসা সহায়তা দেওয়া হয়। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নুরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৪   ৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আমন সংগ্রহে কোনো রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - খাদ্য উপদেষ্টা
প্রয়োজনে ৩০০ ভোট পাব তবু চাঁদাবাজদের কাছে মাথানত করব না : হাসনাত আব্দুল্লাহ
পদোন্নতি জটিলতায় ৩২ হাজার শিক্ষক: গণশিক্ষা উপদেষ্টা
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুই চাকমার হাটবারে গণসংযোগ ও পথসভা
শাহ আমানতে যাত্রীর লাগেজে মিলল ৮০০ কার্টন সিগারেট
শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন
দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন এ্যানি
ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ
টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
প্রতিটি দেশের সরকারপ্রধান খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন: এ্যানি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ