শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে যে পরিবর্তন আসতে পারে

প্রথম পাতা » খেলাধুলা » শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে যে পরিবর্তন আসতে পারে
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫



শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে যে পরিবর্তন আসতে পারে

মাত্র এক দিনের ব্যবধানেই সম্পর্ক বদলে যাচ্ছে। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয় চেয়েছিল গোটা বাংলাদেশ। লঙ্কানদের জয়ে উল্লাসে মেতেছিল গোটা দেশ। কুশল মেন্ডিসের দারুণ এক ইনিংসে সুপার ফোর নিশ্চিত হয়েছিল টাইগারদের। এক দিনের ব্যবধান সেই শ্রীলঙ্কা আজ বাংলাদেশের প্রতিপক্ষ। ফাইনালের রাস্তা মসৃণ করতে লঙ্কানদের হারাতে দৃঢ়প্রতিজ্ঞ টাইগাররা।

আজ রাতে (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে এই দুই দলের মুখোমুখি লড়াইয়ে বড় ব্যবধানে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত দুই দলের একটি তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছে লঙ্কানরা। অন্যদিকে হংকং ও আফগানিস্তানকে হারালেও বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার জয়েই।

ছন্দে থাকা লঙ্কানরাই আজকের ম্যাচের ফেবারিট। তবে সাম্প্রতিক সময়ে লঙ্কানদের মাটিতে সিরিজ জয়ের অভিজ্ঞতা আত্মবিশ্বাস যোগাবে টাইগারদেরও।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে টাইগাররা দলে চারটি পরিবর্তন এনেছিল। ওপেনিংয়ে তানজিদ হোসেন তামিমের সঙ্গী হয়েছিলেন সাইফ হাসান। এই পরিবর্তন বেশ কাজেও লেগেছিল। ৪০ বলে দুজন গড়েছিলেন ৬৩ রানের জুটি। সাইফ ২৮ বলে করেছিলেন ৩০ রান। শ্রীলঙ্কার বিপক্ষেও এই জুটিকেই ওপেনিংয়ে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে প্রথম দুই ম্যাচে ব্যর্থ পারভেজ হোসেন ইমন আজও বেঞ্চে থাকবেন।

তিন, চার ও পাঁচেও পরিবর্তনের সম্ভাবনা কম। ফর্মে থাকা অধিনায়ক লিটন দাস তিনে, চারে তাওহীদ হৃদয় ও পাঁচে শামীম হোসেন পাটোয়ারী। হৃদয় ঠিকঠাক ছন্দে না থাকলেও গত ম্যাচেও ২০ বলে ২৬ রান করেছিলেন। একাদশে তাই তার টিকে যাওয়ার সম্ভাবনা বেশি।

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং গভীরতা বাড়াতে বাংলাদেশ ছয় ও সাতে খেলিয়েছিল জাকের আলী ও নুরুল হাসান সোহানকে। ডেথ ওভারে হতাশাজনক পারফরম্যান্স করেছেন জাকের। শেষ দুই ওভারে ৪টি ডট বল খেলেছেন তিনি। ১৩ বলে ১২ রানের ইনিংসের জন্য ব্যপক সমালোচিত হচ্ছেন জাকের। অন্যদিকে ৬ বলে ১২ রানের পাশাপাশি ম্যাচ ঘুরিয়ে দেয়া রানআউটেও অবদান রেখেছেন সোহান।

এদিকে একজন বোলার কম খেলানো বাংলাদেশ পঞ্চম বোলারের কাজ সারতে চেয়েছিল শামীম ও সাইফকে দিয়ে। কিন্তু তাদের ৪ ওভারে আফগানরা তুলেছিল ৫৫ রান। ফলে আজ এই জুয়া আর খেলার কথা না বাংলাদেশের। তাই একাদশে শেষ মেহেদী বা তানজিম হাসান সাকিবের যেকোনো একজনকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে জাকেরের ওপরই কোপটা পড়ার কথা।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচসেরা হওয়া নাসুম আহমেদ একাদশে থাকছেন–ধরে নেয়াই যায়। ফর্মে ফেরা রিশাদ হোসেনও থাকার কথা। দুই পেসার মস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জায়গাও পাকা বলা যায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হোসেন তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী/তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৯   ৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে যে পরিবর্তন আসতে পারে
নেপালের জালে বাংলাদেশের ৪ গোল
নেপালের সঙ্গে ড্র করেও ১৮৪তম বাংলাদেশ
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ
ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ