মাটি খুঁড়ে পাওয়া গেল এক লাখ পিসেরও বেশি ইয়াবা, আটক ১

প্রথম পাতা » চট্টগ্রাম » মাটি খুঁড়ে পাওয়া গেল এক লাখ পিসেরও বেশি ইয়াবা, আটক ১
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫



মাটি খুঁড়ে পাওয়া গেল এক লাখ পিসেরও বেশি ইয়াবা, আটক ১

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

এ ঘটনায় আটক হয়েছেন টেকনাফ পৌরসভার দরগারছড়ার মৃত শেখ আহম্মদের ছেলে মো. ইসমাইল (৩২)। আর পলাতক রয়েছে মো. ইয়াসিন ও মো. তাহের।

টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগরপথে পাচার করে টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে এমন সংবাদ পাওয়ার পর তা ধরতে যৌথ অভিযান করার সিদ্ধান্ত নেয় বিজিবি। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টা ১৫ মিনিটের দিকে বিজিবি ও পুলিশের সমন্বয়ে দরগারছড়া এলাকায় বিশেষ অভিযান শুরু করা হয়।

অভিযানে মোঃ ইসমাইলকে আটক করে তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সাহায্যে নোয়াখালীপাড়ায় তাহের নামক এক ব্যক্তির বসতঘর অভিযান চালানো হয়। তার বসতঘরের পাশে মাটির নিচে অত্যন্ত গোপনে পুঁতে রাখা জায়গাটি চিহ্নিত করা হয়। পরে, মাটি খুঁড়ে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মিয়ানমার থেকে আমদানি করা বিপুল পরিমাণ মাদক সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য মোঃ ইয়াসিন নামক এক ব্যক্তির মাধ্যমে আনা হয়েছিল। মানব পাচারকারী চক্র সমুদ্রপথে আগত রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করে মিয়ানমার থেকে বাংলাদেশে এই ইয়াবার চালান প্রবেশ করায়।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর ও জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৪:৩৮   ১০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন এ্যানি
ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ
টেকনাফে ইঞ্জিন বিকল বোট থেকে ৪৫ যাত্রী উদ্ধার করল কোস্ট গার্ড
প্রতিটি দেশের সরকারপ্রধান খালেদা জিয়ার খোঁজ নিচ্ছেন: এ্যানি
৫৪ বছর পরে সুযোগ এসেছে আলেম-ওলামাদের ক্ষমতায় আসার : ধর্ম উপদেষ্টা
বিএনপি ক্ষমতায় এলে সবাইকে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে : সালাহউদ্দিন
হবিগঞ্জ গ্যাসফিল্ডের ৫ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু
আমরা শুধু অসিলা, নেতৃত্ব নির্ধারণ হয় আসমানে : হাসনাত
বান্দরবানে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ
দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ : সালাউদ্দিন আহমদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ