ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল আরো এক দেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল আরো এক দেশ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল আরো এক দেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্কের পঞ্চম দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) ইউরোপের ক্ষুদ্র দেশ সান মারিনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনের ওয়াফা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে এখন পর্যন্ত মোট ১৫৮টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গণ্য করেছে।

সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি জাতিসংঘের সম্মুখে বলেন, ‘গত ১৫ মে আমাদের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে চলতি বছরের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ আমরা সেই সিদ্ধান্ত এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি—সান মারিনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।
’ তার এই ঘোষণা উপস্থিত রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকদের করতালিতে স্বাগত পেয়েছে।

বেকারি আরো বলেন, ‘একটি রাষ্ট্র থাকা ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার। এটি হামাসের জন্য কোনো পুরস্কার নয়।’ তিনি গাজা ও পশ্চিম তীরে চলছে এমন মানবিক বিপর্যয়ের জন্য গভীর দুঃখ প্রকাশ করে সেটিকে ‘অসহনীয়’ এবং ‘আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘস্থায়ী ট্র্যাজেডিগুলোর একটি’ হিসেবে বর্ণনা করেন।

সান মারিনো পক্ষ থেকে গাজার জন্য অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, পূর্ণ ও ত্রাণ সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধ করার দাবি জানানো হয়।

বেকারি বলেন, ‘নির্বিচারে বোমাবর্ষণ, অনাহার ও বাস্তুচ্যুতির মাধ্যমে কোনো জাতিকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না।’

তিনি গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি আমরা ঐক্য ও দৃঢ়তার সঙ্গে কাজ না করি, তাহলে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাসের ধারণা হারিয়ে যাবে। এই অন্ধকার সময়ে আমাদের দায়িত্ব আরও জরুরি।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে— এমন খবরও একই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৮   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা
পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
ইসরাইলের সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানাল ফিলিস্তিন
ইসরাইলের ‘গুরুত্বপূর্ণ’ গুপ্তচরের ফাঁসি কার্যকর করল ইরান
লিবিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়
সিউলে আন্তর্জাতিক আতশবাজি উৎসবে ১০ লাখ দর্শনার্থীর ভিড়
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল আরো এক দেশ
গাজা যুদ্ধের অবসানে চুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ
প্রকাশ্যে নেপালের সাবেক প্রধানমন্ত্রী, বললেন দেশ ছেড়ে পালাব না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ