ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল আরো এক দেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল আরো এক দেশ
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫



ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল আরো এক দেশ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্কের পঞ্চম দিন শনিবার (২৭ সেপ্টেম্বর) ইউরোপের ক্ষুদ্র দেশ সান মারিনো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনের ওয়াফা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে এখন পর্যন্ত মোট ১৫৮টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গণ্য করেছে।

সান মারিনোর পররাষ্ট্রমন্ত্রী লুকা বেকারি জাতিসংঘের সম্মুখে বলেন, ‘গত ১৫ মে আমাদের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে চলতি বছরের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। আজ আমরা সেই সিদ্ধান্ত এখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি—সান মারিনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।
’ তার এই ঘোষণা উপস্থিত রাষ্ট্রপ্রধান ও কূটনীতিকদের করতালিতে স্বাগত পেয়েছে।

বেকারি আরো বলেন, ‘একটি রাষ্ট্র থাকা ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকার। এটি হামাসের জন্য কোনো পুরস্কার নয়।’ তিনি গাজা ও পশ্চিম তীরে চলছে এমন মানবিক বিপর্যয়ের জন্য গভীর দুঃখ প্রকাশ করে সেটিকে ‘অসহনীয়’ এবং ‘আমাদের সময়ের সবচেয়ে বেদনাদায়ক ও দীর্ঘস্থায়ী ট্র্যাজেডিগুলোর একটি’ হিসেবে বর্ণনা করেন।

সান মারিনো পক্ষ থেকে গাজার জন্য অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, পূর্ণ ও ত্রাণ সহায়তার অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা এবং পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধ করার দাবি জানানো হয়।

বেকারি বলেন, ‘নির্বিচারে বোমাবর্ষণ, অনাহার ও বাস্তুচ্যুতির মাধ্যমে কোনো জাতিকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়াকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না।’

তিনি গণহত্যা বন্ধে আন্তর্জাতিকভাবে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যদি আমরা ঐক্য ও দৃঢ়তার সঙ্গে কাজ না করি, তাহলে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাসের ধারণা হারিয়ে যাবে। এই অন্ধকার সময়ে আমাদের দায়িত্ব আরও জরুরি।

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে— এমন খবরও একই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৪:৩৮   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্র এখনও নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত নয়: মিশেল ওবামা
সুইডেনে প্রাণঘাতী বাস দুর্ঘটনাটি ইচ্ছাকৃত নয় : পুলিশ
জম্মু–কাশ্মীরে থানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ২৯
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ফিলিস্তিনে মসজিদ ও পবিত্র কোরআনে অগ্নিসংযোগ, বিশ্বজুড়ে নিন্দা
ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি স্থগিত করল থাইল্যান্ড
দিল্লিতে পার্ক করা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮
মালয়েশিয়া-থাই জলসীমায় নৌকাডুবিতে ১১ জনের মরদেহ উদ্ধার, বহু নিখোঁজ
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ