নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় এক আসামি গ্রেফতার

প্রথম পাতা » খুলনা » নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় এক আসামি গ্রেফতার
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫



নড়াইলে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় এক আসামি গ্রেফতার

নড়াইলের কালিয়ায় আলোচিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যায় এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসাদুজ্জামান নান্নু খাঁ কালিয়া উপজেলার শুক্তগ্রামের মৃত রাহেন খাঁর ছেলে। তিনি মাসুদ হত্যা মামলায় ৩নং এজাহার নামীয় আসামি।

পুলিশ জানায়, উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যাকান্ডে তার ভাই মাসুম শেখ বাদি হয়ে বুধবার (২৯ অক্টোবর) কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।

বুধবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার সারোল গ্রাম থেকে মাসুদ হত্যায় এজাহার নামীয় আসামি আসাদুজ্জামান নান্নু খাঁ কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, সোমবার (২৭ অক্টোবর) কালিয়া উপজেলার শুক্তগ্রাম স্কুল এলাকায় হা-ডুডু খেলার মাঠে মোবাইল কেনা বেচা নিয়ে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি হয় মাসুদ শেখের ভাতিজা বাদল শেখ ও শুক্তগ্রাম পশ্চিম পাড়ার প্রবাসী অলাকিন খানের ছেলে সুজন খানের মধ্যে।

পরে স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ ও স্থানীয় ইউপি সদস্য রহমান খানের উপস্থিততে উভয়পক্ষের মধ্যে মীমাংসার ব্যাপারে সম্মত হন। ওই দিন গত রাত ৮ টার পর শুক্তগ্রাম দত্তর মোড় থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পর স্বেচ্ছাসেবক নেতা মাসুদকে একা পেয়ে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে প্রতিপক্ষ সুজন ও তার চাচারা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৮:৩৬   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২
পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই : গ্রেপ্তার ৩
এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
সূর্যের দেখা নেই ২ দিন, শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
‘খুলনা বিভাগে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে’
বেনাপোল সীমান্তে বিক্ষোভ: হাদীর খুনিদের ফেরত দিতে আলটিমেটাম
চুয়াডাঙ্গায়-২ আসনে বিএনপি প্রার্থী বাবুর মনোনয়নপত্র সংগ্রহ
হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে : অ্যাটর্নি জেনারেল
জামায়াতে যোগ দেয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন, দাবি কৃষ্ণ নন্দীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ