
নড়াইলের কালিয়ায় আলোচিত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যায় এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসাদুজ্জামান নান্নু খাঁ কালিয়া উপজেলার শুক্তগ্রামের মৃত রাহেন খাঁর ছেলে। তিনি মাসুদ হত্যা মামলায় ৩নং এজাহার নামীয় আসামি।
পুলিশ জানায়, উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ শেখ হত্যাকান্ডে তার ভাই মাসুম শেখ বাদি হয়ে বুধবার (২৯ অক্টোবর) কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়।
বুধবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে লোহাগড়া উপজেলার সারোল গ্রাম থেকে মাসুদ হত্যায় এজাহার নামীয় আসামি আসাদুজ্জামান নান্নু খাঁ কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, সোমবার (২৭ অক্টোবর) কালিয়া উপজেলার শুক্তগ্রাম স্কুল এলাকায় হা-ডুডু খেলার মাঠে মোবাইল কেনা বেচা নিয়ে বাগবিতণ্ডা থেকে হাতাহাতি হয় মাসুদ শেখের ভাতিজা বাদল শেখ ও শুক্তগ্রাম পশ্চিম পাড়ার প্রবাসী অলাকিন খানের ছেলে সুজন খানের মধ্যে।
পরে স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ ও স্থানীয় ইউপি সদস্য রহমান খানের উপস্থিততে উভয়পক্ষের মধ্যে মীমাংসার ব্যাপারে সম্মত হন। ওই দিন গত রাত ৮ টার পর শুক্তগ্রাম দত্তর মোড় থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পর স্বেচ্ছাসেবক নেতা মাসুদকে একা পেয়ে তার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে প্রতিপক্ষ সুজন ও তার চাচারা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৮:০৮:৩৬ ২৪ বার পঠিত