ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি

প্রথম পাতা » খেলাধুলা » ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ জয়ের পর ঘরোয়া লিগে ফিরে পথ হারিয়ে ফেলল লিভারপুল। শুরুতে প্রতিপক্ষের পেনাল্টি ঠেকিয়ে দেওয়া ছাড়া আর তেমন কিছু করতে পারল না তারা। ওই ব্যর্থতা পেছনে ফেলে দলকে এগিয়ে নিলেন আর্লিং হলান্ড। পরে গোলের দেখা মিলল আরও দুটি। দাপুটে জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে উঠল ম্যানচেস্টার সিটি।

রোববার (৯ নভেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলকে ৩–০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছে পেপ গার্দিওলার দল।

গার্দিওলার কোচিং ক্যারিয়ারের এক হাজারতম ম্যাচে গোল করেন হলান্ড, নিকো গনসালেস ও জেরেমি ডোকু। ২০২৩ সালের এপ্রিলের পর প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে এটি সিটির প্রথম জয়।

ম্যাচের নবম মিনিটে ডোকুর ওপর ফাউল থেকে পেনাল্টি পায় সিটি। তবে হলান্ডের শট রুখে দেন লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি। এ নিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে চলতি মৌসুমে ষষ্ঠ পেনাল্টি সেভ করলেন তিনি।

তবে ২৯তম মিনিটে মাথিয়াস নুনেসের ক্রসে হেডে গোল করে দলকে এগিয়ে নেন হলান্ড। চলতি লিগে এটি তার ১৪ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ১৮ ম্যাচে তার গোল ২৮টি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গনসালেস। তার শট ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের গায়ে লেগে জালে জড়ায়।

৬৩তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে ব্যবধান ৩–০ করেন জেরেমি ডোকু। এটি প্রিমিয়ার লিগে তার ২৪ ম্যাচ পর গোল।

লিভারপুলের পক্ষে ৭৫তম মিনিটে দমিনিক সোবোসলাইয়ের শট ফিরিয়ে দেন সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। সেটিই ছিল ম্যাচে লিভারপুলের একমাত্র অন টার্গেট শট।

১১ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। টানা দ্বিতীয় হার নিয়ে ১৮ পয়েন্টে আট নম্বরে নেমে গেছে শিরোপাধারী লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৬:৩১:০২   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানসিটি
লেভানদোস্কির হ্যাটট্রিকে রিয়ালের সঙ্গে ব্যবধান কমাল বার্সা
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল
প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করব: বিসিবি পরিচালক আসিফ
৪০তম জাতীয় জুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিজিবি
৮ ম্যাচ পর গোল হজম করলো আর্সেনাল, চেলসির জয়
জোড়া গোল ও অ্যাসিস্টের ম্যাচে মেসির রেকর্ড, মায়ামি উঠলো সেমিফাইনালে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা চতুর্থ সিরিজ জয় ভারতের
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
ইনজুরি টাইমের দুই গোলে পয়েন্ট ভাগাভাগি টটেনহ্যাম-ইউনাইটেডের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ