সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » খুলনা » সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



সুন্দরবনসংলগ্ন অঞ্চলের বিদ্যালয় পরিদর্শন করলেন গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রোববার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন প্রত্যন্ত অঞ্চলের কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

উপদেষ্টা যে বিদ্যালয়গুলো পরিদর্শন করেন সেগুলো হলো— পশ্চিম শ্রীফলকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুড়ি দাতিনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বুড়ি গোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নাগরিক সুবিধা বঞ্চিত দুর্গম এলাকার এ সব বিদ্যালয়ের শিক্ষার মান দেখে অধ্যাপক বিধান রঞ্জন সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

এ সময় উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

শিক্ষক স্বল্পতার কারণে পাঠদান যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করে উপদেষ্টা যে সব বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি রয়েছে, সেগুলোতে দ্রুত শিক্ষক পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।

এছাড়া চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে, আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, খুলনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. শফিকুল ইসলাম ও শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:২৬   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্র ও ককটেল উদ্ধার, মাদকসহ গ্রেপ্তার ২
পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই : গ্রেপ্তার ৩
এবার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের মাথায় গুলি
সূর্যের দেখা নেই ২ দিন, শীতে কাঁপছে চুয়াডাঙ্গা
সাতক্ষীরায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
‘খুলনা বিভাগে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে’
বেনাপোল সীমান্তে বিক্ষোভ: হাদীর খুনিদের ফেরত দিতে আলটিমেটাম
চুয়াডাঙ্গায়-২ আসনে বিএনপি প্রার্থী বাবুর মনোনয়নপত্র সংগ্রহ
হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক, তা উপড়ে ফেলা হবে : অ্যাটর্নি জেনারেল
জামায়াতে যোগ দেয়ায় ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন, দাবি কৃষ্ণ নন্দীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ