
বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার ১০ নভেম্বর ২০২৫ স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার সুবিধাবঞ্চিত এলাকাটিতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সীমিত সংখ্যক নারী, শিশু ও প্রবীণসহ স্থানীয় জনগণ চিকিৎসা সেবা গ্রহণ করেন।
কাউখালীর উপজেলার তিন নং ইউনিয়নের ঝিরিঝর্ণা, ছড়া, উঁচু-নিচু ও খাড়া পাহাড়ি পথ অতিক্রম করে এখানকার জনগণের পক্ষে মৌলিক স্বাস্থ্যসেবা গ্রহণ করা প্রায় অসম্ভব। এই বাস্তবতাকে সামনে রেখে রাঙামাটি সদর জোনের সহযোগিতায় মেজর মিনহাজুর আবেদিনের নেতৃত্বে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ ডা. আবিদ দাশ, মেজর জান্নাতুন নাঈম ডিজিও-গাইনি বিশেষজ্ঞ এবং ক্যাপ্টেন নাহিদা আক্তার মেডিকেল অফিসার।দিনব্যাপী এই ক্যাম্প থেকে প্রায় ২ লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিনামূল্যে বিতরণের পরিকল্পনা করা হয়।
যারা চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন, তারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন। চিকিৎসা ক্যাম্পে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) মেডিকেল ক্যাম্প শুরুর আগে থেকেই এলাকায় ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে। সংগঠনের সদস্যরা বিভিন্ন পাহাড়ি পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে হুমকি দেয় যে, সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পে গেলে জরিমানা ও শাস্তির সম্মুখীন হতে হবে।
এই আতঙ্কের কারণে অনেক অসুস্থ মানুষ চিকিৎসা সেবা নিতে সাহস পাননি।তবুও সেনাবাহিনী মানবিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসাসেবা চালিয়ে যায়।রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে নিষ্ঠাবান। শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার অটুট। সশস্ত্র গোষ্ঠীর যেকোনো ভয়ভীতি বা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২০:১৪:৪১ ২২ বার পঠিত