রাঙামাটির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
সোমবার, ১০ নভেম্বর ২০২৫



রাঙামাটির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার ১০ নভেম্বর ২০২৫ স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার সুবিধাবঞ্চিত এলাকাটিতে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগে সীমিত সংখ্যক নারী, শিশু ও প্রবীণসহ স্থানীয় জনগণ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

কাউখালীর উপজেলার তিন নং ইউনিয়নের ঝিরিঝর্ণা, ছড়া, উঁচু-নিচু ও খাড়া পাহাড়ি পথ অতিক্রম করে এখানকার জনগণের পক্ষে মৌলিক স্বাস্থ্যসেবা গ্রহণ করা প্রায় অসম্ভব। এই বাস্তবতাকে সামনে রেখে রাঙামাটি সদর জোনের সহযোগিতায় মেজর মিনহাজুর আবেদিনের নেতৃত্বে চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন রাঙামাটি জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট শিশু বিশেষজ্ঞ ডা. আবিদ দাশ, মেজর জান্নাতুন নাঈম ডিজিও-গাইনি বিশেষজ্ঞ এবং ক্যাপ্টেন নাহিদা আক্তার মেডিকেল অফিসার।দিনব্যাপী এই ক্যাম্প থেকে প্রায় ২ লক্ষ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিনামূল্যে বিতরণের পরিকল্পনা করা হয়।

যারা চিকিৎসা গ্রহণ করতে পেরেছেন, তারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন। চিকিৎসা ক্যাম্পে বাধা দেওয়ার অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায়, চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) মেডিকেল ক্যাম্প শুরুর আগে থেকেই এলাকায় ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে। সংগঠনের সদস্যরা বিভিন্ন পাহাড়ি পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে হুমকি দেয় যে, সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্পে গেলে জরিমানা ও শাস্তির সম্মুখীন হতে হবে।

এই আতঙ্কের কারণে অনেক অসুস্থ মানুষ চিকিৎসা সেবা নিতে সাহস পাননি।তবুও সেনাবাহিনী মানবিক দৃষ্টিভঙ্গি ও ধৈর্য নিয়ে নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসাসেবা চালিয়ে যায়।রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে।সেনাবাহিনী সর্বদা পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে নিষ্ঠাবান। শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার অটুট। সশস্ত্র গোষ্ঠীর যেকোনো ভয়ভীতি বা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড জনগণের সেবায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০:১৪:৪১   ২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙ্গামাটিতে হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
রাঙামাটির দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
‘দেশের ক্ষতি করে কাউকে বন্দরের কোনো টার্মিনাল দেওয়া হবে না’
উখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা ১৮ রোহিঙ্গা আটক
পাহাড়ে নানা আয়োজনে স্মরণ করা হলো মানবেন্দ্র লারমাকে
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: নির্বাচন কমিশনার আনোয়ারুল
অর্ধশতাধিক শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক
মানুষকে ঐক্যবদ্ধ করার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা : হাসনাত আব্দুল্লাহ
কক্সবাজারে ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
ঐকমত্যের বাইরে কথা বললে বিভেদ বাড়বে, যা গণতন্ত্রের জন্য ভালো নয় : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ