বিশ্বকাপ জিতে বিশ্বাস করতে পারছেন না মেসি

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বকাপ জিতে বিশ্বাস করতে পারছেন না মেসি
সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২



বিশ্বকাপ জিতে বিশ্বাস করতে পারছেন না মেসি

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনার হাতে উঠেছিল ৮৬’র বিশ্বকাপ। এরপর কেটে গেছে ৩৬টি বছর। আর এই তিন যুগ পর আবারও আর্জেন্টিনাকে শিরোপা এনে দিলেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপের শেষ ম্যাচে শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন তা হয়তো মেসিও কল্পনা করেননি। তাই বিশ্বকাপ জয়ের পর বিশ্বাসই করতে পারছেন না আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসি একটি বার্তা দেন। সেখানে মেসি লেখেন, ‘বিশ্বচ্যাম্পিয়নস! এতবার স্বপ্ন দেখেছি, এতটাই চেয়েছিলাম যে এই ট্রফিটা উঁচিয়ে ধরব। আজ তা করে বিশ্বাস করতে পারছি না……আমার পরিবারকে, যারা আমাকে সমর্থন করেছেন এবং যারা আমাদের ওপর বিশ্বাস করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবারও প্রমাণ করে দিয়েছি যে, আর্জেন্টিনারা যখন আমরা একসাথে লড়াই করি এবং ঐক্যবদ্ধ হই তখন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হই। যোগ্যতা হলো এই দলের, যা ব্যক্তিদের ঊর্ধ্বে, একই স্বপ্নের জন্য লড়াই করার শক্তি যা সমস্ত আর্জেন্টাইনদের মধ্যেও ছিল… আমরা তা করেছি!’

মেসিকে নিয়ে সর্বকালের সেরার যে তর্কটা এতো বছর চলছিল, তা হয়তো রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে তার সমাপ্তি হয়েছে। এর আগেও অনেক কিংবদন্তি ফুটবলাররা বলেছিলেন, কোন এক খেলোয়াড় যতই শিরোপা জিতুক বা যতই গোল করুক তাকে সর্বকালের সেরা হতে হলে বিশ্বকাপ শিরোপাটা জিততে হবে। সেই ফুটবলারদের গতকাল মেসি প্রমাণ করে দেখিয়েছেন। আর মেসির যে বিশ্বকাপ ট্রফির অপূর্ণতা ছিল তা পূরণ করেছেন।

এদিকে মেসি শুধু দলকে শিরোপা জিতিয়েই থেমে থাকেননি। ব্যক্তিগত পুরস্কার ‘গোল্ডেন বল’ও জিতেছেন। এবারের বিশ্বকাপে মেসি দুর্দান্ত ফর্ম এবং গোল তাকে এই পুরস্কার জিততে সহায়তা করেছে। কাতার বিশ্বকাপে মেসি ৭ গোল করেছেন আর তিনটি অ্যাসিস্ট করেছেন।

বাংলাদেশ সময়: ১২:৫৩:৫৭   ২৬৫ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচার হবে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ২
কাশ্মীর ইস্যুতে উত্তেজনা, ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র
সীমান্তে গভীর রাতে ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি
নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব, ইসরাইলের গোয়েন্দা প্রধানের পদত্যাগ
ভারতকে এবার পারমাণবিক হামলার হুমকি দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৮৪
সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের ফের পাল্টাপাল্টি গোলাগুলি
সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়তদের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ‘স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে সংবর্ধনার আয়োজন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ