এগারো দিনে ডুবল ৪ ব্যাংক, খাদের কিনারে আরও একটি

প্রথম পাতা » অর্থনীতি » এগারো দিনে ডুবল ৪ ব্যাংক, খাদের কিনারে আরও একটি
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



এগারো দিনে ডুবল ৪ ব্যাংক, খাদের কিনারে আরও একটি

মাত্র ১১ দিনের মধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তের ৪টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হওয়ার পথে আরও একটি ব্যাংক। ব্যাংকগুলোর দেউলিয়া হওয়ার যাত্রা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতিক্রিয়া এবং তার ফলাফল কী ছিল তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের শেয়ার বাজারেও। এশিয়া থেকে আমেরিকা, ইউরোপ থেকে আফ্রিকা- এর প্রভাব পড়ছে সব জায়গায়।

সবমিলিয়ে মাত্র ১১ দিনের মধ্যে সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ব্যাংক, সিলভারগেট ব্যাংক এবং ক্রেডিট সুইস দেউলিয়া হয়েছে গেছে। নিচে ব্যাংকগুলোর দেউলিয়া হওয়ার যাত্রা, বিপরীতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর উদ্যোগ এবং প্রতিক্রিয়া কী ছিলে তা নিয়ে আলোচনা করা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক নিবন্ধে।

সিলভারগেট ব্যাংক

সিলভারগেট ব্যাংকের মূল নাম সিলভারগেট ক্যাপিটাল করপোরেশন। এই ব্যাংকের বিনিয়োগের বড় একটি অংশ ছিল ক্রিপটো কারেন্সির বাজরে। ফলে ক্রিপ্টোর বাজারদর কমে যাওয়ার সঙ্গে সঙ্গে সিলভারগেট ব্যাংকও পড়তে থাকে।

মার্কিন আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সম্মিলিতভাবে এগিয়ে আসে ব্যাংকটিকে বন্ধ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে। কিন্তু ক্যালিফোর্নিয়াভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানটি ক্রিপ্টো জায়ান্ট এফটিএক্স-এর কারণে মারাত্মকভাবে ধসে পড়ায় আর কোনোভাবেই সেটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ৮ মার্চ সিলভারগেট ব্যাংক পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

সিলিকন ভ্যালি ব্যাংক

সিলভারগেট ব্যাংকের বন্ধ হয়ে যাওয়ার দিনে (৮ মার্চ) সিলিকন ভ্যালি ব্যাংক ঘোষণা দেয় তারা ২২৫ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করে দেবে। এর আগেই ব্যাংকটি বেশ লোকসানের মুখে ছিল। পর দিন ব্যাংকটির শেয়ার মূল্য ৬০ শতাংশ পড়ে যায়।

এর পর ৯ মার্চ গ্রাহকরা ব্যাংকটি থেকে এক দিনের মধ্যে ৪ হাজার ২০০ কোটি ডলার তুলে নেয় এবং বৃহস্পতিবার দিন শেষে ব্যাংকটি ৯৫ কোটি ডলার ঋণে পড়ে যায়।

বৃহস্পতিবার সকালে শেয়ারবাজারে এসভিবির স্টকের দাম কমতে শুরু করে এবং বিকেলের মধ্যে এটি অন্যান্য ব্যাংকের শেয়ারের মূল্যকেও নিম্নগামী করে ফেলে। শুক্রবার সকালের মধ্যে এসভিবির শেয়ার লেনদেন বন্ধ হয়ে যায় এবং প্রতিষ্ঠানটি দ্রুত মূলধন বাড়ানোর প্রচেষ্টাও ত্যাগ করে। ফলাফল হিসেবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ব্যাংকটিকে দেউলিয়া ঘোষণা করে বন্ধ করে দেয়।

সিগনেচার ব্যাংক

সিলিকন ভ্যালি ব্যাংক ধসে পড়ার কয়েক ঘণ্টার ব্যবধানে ধসে আরেকটি ব্যাংক সিগনেচার ব্যাংক। ১২ মার্চ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে গ্রাহকরা ব্যাংকটির মোট জামানতের ২০ শতাংশই তুলে নেন। ফলে শেয়ার বাজারে ব্যাংকটির দরপতন অব্যাহত থাকে।

পরে নিউইয়র্কভিত্তিক ফ্ল্যাগস্টার ব্যাংক সিগনেচার ব্যাংককে ৩ হাজার ৮০০ কোটি ডলারের বিনিময়ে ব্যাংকটিকে যাবতীয় দেনাসহ কিনে নেয়। যার মধ্যে ২৫০০ কোটি ডলার নগদ পরিশোধ করা হয় এবং ১৩০০ কোটি ডলার বাকি থেকে যায়। সিগনেচার ব্যাংককে যখন ফ্ল্যাগস্টার কিনে নেয় তখনো অবশ্য ব্যাংটির মোট দেনা ছিল ৩ হাজার ৬০০ কোটি ডলার এবং এর তহবিল ছিল ৩ হাজার ৪০০ কোটি ডলার।

ক্রেডিট সুইস

শেয়ারের মূল্য কমে যাওয়ার বিপরীতে পর্যাপ্ত বিনিয়োগ না থাকায় পতনের মুখে পড়ে ক্রেডিট সুইস। সৌদি বিনিয়োগকারীরা ক্রেডিট সুইস ব্যাংকে বাড়তি বিনিয়োগ না করায় ব্যাংকটির শেয়ারমূল্য ২০ শতাংশেরও বেশি পড়ে যায়। ১৫ মার্চ ব্যাংকটির শেয়ারের দাম প্রায় ২৪ শতাংশ কমে যায়।

দরপতনের পর সুইস কেন্দ্রীয় ব্যাংক থেকে বড় ঋণ নিয়ে টিকে থাকার চেষ্টা করে ক্রেডিট সুইস ব্যাংক। এমনকি ৫ হাজার ৩০০ কোটি ডলার ঋণ দেয়া হলেও ব্যাংকটির শেয়ার নিম্নগামী থেকে আর খাড়া হতে পারেনি। পরে ক্রেডিট সুইসের প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড বা ইউবিএস ১৬০ বছরেরও বেশি পুরোনো ব্যাংকটিকে অধিগ্রহণ করে।

ফার্স্ট রিপাবলিক ব্যাংক

ফার্স্ট রিপাবলিক ব্যাংকও গ্রাহকদের অনাস্থার শিকার হয়ে ডুবে যেতে বসেছে। ব্যাংকটি থেকে আমানকারীরা প্রায় ৮ হাজার ৯০০ কোটি ডলার তুলে নিয়েছে।

এ অবস্থা এগারো শীর্ষ মার্কিন ঋণদাতা প্রতিষ্ঠান গত সপ্তাহে ৩০০০ কোটি ডলার নগদ দিয়ে ফার্স্ট রিপাবলিক ব্যাংককে সমর্থন করার চেষ্টা করে। কিন্তু তারপরও সান ফ্রান্সিসকোভিত্তিক ব্যাংকটি খুব একটা তেজিভাব দেখাতে পারেনি। শেয়ারের দর নেমে গিয়েছে ক্রমশ।

বাংলাদেশ সময়: ১৪:০০:১১   ১২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


বেপজায় গার্মেন্টস পণ্য তৈরির কারখানা করবে চীনা প্রতিষ্ঠান
প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রেখে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের লক্ষ্য - অর্থ প্রতিমন্ত্রী
এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১২৮ কোটি ডলার
সোনার দাম ভরিতে বাড়ল ৬৩০ টাকা
জিডিপি কমার পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী
রিজার্ভ বেড়ে ২০ বিলিয়ন ডলারের উপরে
দিনে আসছে হাজার কো‌টি টাকার রেমিট্যান্স
আগামী বাজেটে অর্থনৈতিক ভারসাম্যের দিকে সর্বাধিক গুরুত্ব দেবে সরকার : অর্থ প্রতিমন্ত্রী
চোরাই চিনিতে সয়লাব বাজার, লোকসানে মিল মালিকরা
আগামী বাজেট হবে ৮ লাখ কোটি টাকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ