চেলসির মাঠেও জিতে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলাধুলা » চেলসির মাঠেও জিতে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
বুধবার, ১৯ এপ্রিল ২০২৩



চেলসির মাঠেও জিতে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদের সঙ্গে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হওয়ার আগে চেলসির মালিক টড বোয়েলি বলেছিলেন, তার দল অন্তত ৩-০ গোলের ব্যবধানে জিতবে। স্টাম্পফোর্ড ব্রিজের ক্লাবটি প্রথম লেগে জিততে পারেনি, ঘরের মাঠে জিততে পারেনি দ্বিতীয় লেগেও। তাতে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হলো কার্লো অ্যানচেলত্তির দলের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ২-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই এসেছে দলটির ব্রাজিলিয়ান তরুণ তুর্কি রদ্রিগো গোয়েসের কাছ থেকে। দুই লেগ মিলিয়ে তাদের জয় ৪-০ গোলে। ঘরের মাঠে আগের ম্যাচেও সমান ব্যবধানে জয় পেয়েছিল স্প্যানিশ ক্লাবটি।

চেলসির ঘরের মাঠ, স্বভাবতই তাই আধিপত্য বিস্তার করেছিল স্বাগতিকরা। শুধু জয়টাই কপালে লেখা হয়নি তাদের। কম বল দখল, আক্রমণ ও গোলপোস্ট বরাবর শট নিয়েও পরের রাউন্ড নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। মোট ১৯টি শট নিয়েছিল চেলসি, রিয়াল মাদ্রিদের জন্য সংখ্যাটি কেবল ৯। তবে চেলসির সমানসংখ্যক ৬টি অন-টার্গেট শট নিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

দুদলের প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। বিরতি থেকে ফিরেও গোলের মুখ দেখছিল না কেউ। সেই খরা কাটে ৫৮ মিনিটে। এ সময় দূরপাল্লার শটে মাঝমাঠে বল পেয়ে দ্রুতবেগে চেলসির ডি বক্সের দিকে আসেন রদ্রিগো। কালক্ষেপণ না করে দূরের পোস্ট বরাবর ভিনিসিয়ুস জুনিয়রকে পাস দেন। তার ফিরতি শটে ফাঁকায় দাঁড়িয়ে থাকা রদ্রিগো আবার বল পান, সেখান থেকে সফল শট নেন ব্রাজিলিয়ান তারকা।

স্টাম্পফোর্ড ব্রিজ আবার গোল উদযাপন করার উপলক্ষ পায় ম্যাচের ৮০ মিনিটে। এবারও সেই উপলক্ষ ছিল কেবল রিয়াল মাদ্রিদের জন্য। ফেদে ভালভার্দের কাছ থেকে বল পেয়ে এবারও রদ্রিগো লক্ষ্যভেদ করেন। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় ও সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল।

বাংলাদেশ সময়: ৪:০৫:২৭   ১৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
কোয়ার্টারে উঠে রিয়ালকে পেল ডর্টমুন্ড
ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স
৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়
পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়
বাংলাদেশের কাছে ৭-০ গোলে হেরেছে বাহরাইন
এশিয়ান কাপ মিশনে আজ বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস
আড়াইশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিসিবির রজতজয়ন্তী অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন দুর্জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ