৩০০ ছাড়াল শ্রীলঙ্কার লিড, মানকাড করতে চেয়েও পারলেন না খালেদ

প্রথম পাতা » খেলাধুলা » ৩০০ ছাড়াল শ্রীলঙ্কার লিড, মানকাড করতে চেয়েও পারলেন না খালেদ
রবিবার, ২৪ মার্চ ২০২৪



৩০০ ছাড়াল শ্রীলঙ্কার লিড, মানকাড করতে চেয়েও পারলেন না খালেদ

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ম্যাচ থেকেই ছিটকে যাওয়ার পথে তারা। এরইমধ্যে ৩২৫ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম সেশনের শেষ দিকে ৪৯ রান নিয়ে ব্যাট করতে থাকা কামিন্দু মেন্ডিসকে মানকাড করতে চেয়েও পারেননি খালেদ আহমেদ।

৫ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ ও বিশ্ব ফার্নান্দো ২ রান নিয়ে অপরাজিত ছিলেন। দলীয় ১২৬ রানের সময় ফার্নান্দোকে ফিরিয়ে দিনের শুরুতে তাদের জুটি ভাঙেন খালেদ আহমেদ। এরপর প্রথম ইনিংসের মতো সিলেটের উইকেটে খুঁটি গেড়ে বসেন সিলভা ও কামিন্দু মেন্ডিস।

খালেদ নিজের ১৪তম ওভারে ননস্ট্রাইক প্রান্তে কামিন্দু মেন্ডিসকে মানকাড করতে চেয়েছিলেন। রানিং নিয়ে পপিং ক্রিজে পৌঁছে স্টাম্পের দিকে বল ছুড়ে মারেন তিনি, কিন্তু বল চলে যায় স্টাম্পের কিছুটা দূর দিয়ে। বেঁচে যান ৪৯ রান নিয়ে ব্যাট করতে থাকা মেন্ডিস। এক বল পরই ফিফটি পূর্ণ করেন লঙ্কান ব্যাটার।

সিলভা ও কামিন্দু মিলে এরইমধ্যে একশর বেশি রানের জুটি গড়ে ফেলেছেন। সিলভা ৮৫ ও কামিন্দু মেন্ডিস ৫০ রান নিয়ে অপরাজিত। ৬ উইকেটে ২৩৩ রান করে লাঞ্চ বিরতিতে গেছে দলটি। প্রথম ইনিংসে সিলভা-মেন্ডিস দুজনই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন।

লঙ্কানদের প্রথম ২টি উইকেটই নেন গতির ঝড় তোলা নাহিদ রানা। নিশান মদুশাঙ্কার পর তিনি ফেরান কুশাল মেন্ডিসকেও। এরপর ২৮ রানের জুটি গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিমুথ করুনারত্নে। ম্যাথুসকে ২২ রানে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। শূন্য রানে দিনেশ চান্দিমালকে শিকারে পরিণত করেন মেহেদী হাসান মিরাজ। হাফসেঞ্চুরির পর শরিফুল ইসলামের ওভারে প্যাভিলিয়নে ফেরেন করুনারত্নে। ১০১ বলে ৫২ রান করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:৪০:৩৬   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ওমানকে হারিয়ে প্রথম জয় আমিরাতের
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
এবার কর্নার থেকে সরাসরি গোল ডি মারিয়ার
মেসির পেনাল্টি মিসের দিনে ২১ বছরের তরুণের কাছে বিধ্বস্ত মায়ামি
নিশাঙ্কার ফিফটিতে বাংলাদেশকে সহজেই হারাল শ্রীলঙ্কা
জুবিমেন্ডি ও ইয়োকেরেশের গোলে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আত্মবিশ্বাসী তানজিম সাকিব
বিরতি শেষে ইউরোপীয় জায়ান্টদের কারা কখন মাঠে নামছে
বিশ্বকাপের টিকিট পেতে ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ