শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ম্যানসিটির

প্রথম পাতা » খেলাধুলা » শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ম্যানসিটির
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ম্যানসিটির

ম্যাচ শেষ হতে তখন কয়েক মূহূর্তই বাকি ছিল। ঠিক সেই সময় ম্যানচেস্টার সিটির ত্রাতা হলেন ডিফেন্ডার জন স্টোনস। ম্যাচের যোগ করা সময়ে গোল করে দলকে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন তিনি।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফিল ফোডেনের কর্নার থেকে হেডে গোল করেন স্টোনস।
তার করা শেষ মুহূর্তের গোলে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সিটি। দলের অন্য গোলটি করেন জোকো ভার্দিওল। আর প্রতিপক্ষকে ঘরের মাঠে লিড এনে দিয়েছিলেন ইয়ুর্গেন লারসেন।

এবারের মৌসুমে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে একটিতেও হারেনি সিটি।
আর সব মিলিয়ে নিজেদের ইতিহাসে একটি রেকর্ডও গড়েছে তারা। সব মিলিয়ে লিগে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে সিটিজেনরা। ২৫ জয়ের বিপরীতে ড্র ৬।

উলভসের মাঠ মলিনেক্সে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়েছিল ম্যানসিটি।
ম্যাচ শুরুর ৭ মিনিটের মাথায় ঘরের সমর্থকদের উল্লাসে মেতে ওঠান উলভসের ফরোয়ার্ড লারসেন। সতীর্থ নেলসন সেমেদোর মুখে খাওয়ানো ক্রসে শুধু বাঁ পাটাই লাগিয়েছেন তিনি। ২ মিনিট পরেই অবশ্য ম্যাচে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল সিটি।

বেনার্দো সিলভার শট অবশ্য দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন উলভসের গোলরক্ষক জোসে সা। তার এমন দৃঢ়তার কয়েক মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল উলভস।
তবে সিটির গোলরক্ষক এদারসন ও আজকের ম্যাচের উইঙ্গার ভার্দিওল ব্লক করলে কর্নারের বিনিময়ে বেঁচে যায় সিটি।

পুরো ম্যাচে ৭৮ শতাংশ বল পজিশনে আধিপত্য দেখানো সিটি পরে ৩৩ মিনিটে গোল শোধ দেয়। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন ভার্দিওল। ডান কর্নারে নেওয়া শটটি ঠেকানোর কোনো উপায়ই ছিল না উলভসের গোলরক্ষক জোসে সার। বিরতিতে যাওয়ার আগে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল সিটি। তবে সাভানিওর শট দারুণভাবে ঠেকিয়ে দেন উলভসের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে বল এবং শটে আধিপত্য আরো বাড়িয়ে দেয় সিটি। তবে ফল আর ধরা দেয় না তাদের কাছে। এভাবে ম্যাচ যখন ড্রয়ের পথে যাচ্ছিল ঠিক তখনই কর্নারের দেখা পায় সিটিজেনরা। সেই সুযোগ পেয়ে ফোডেনের কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করতে ভুল করেননি স্টোনস। এ জয়ে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে সিটি।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৩৮   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঐতিহাসিক লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন
মেসির সতীর্থের গোলে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ইঙ্গিত দিলেন ট্রাম্প
স্পেনকে ছাড়িয়ে টানা জয়ের বিশ্বরেকর্ড গড়ল মরক্কো
রোনালদোর ইতিহাস, শেষের গোলে অপেক্ষা বাড়ল পর্তুগালের
ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড
ইসরাইলের বিপক্ষে ইতালির সহজ জয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের
প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ