লক্ষ্মীপুরে বিস্ফোরণের নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান

প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে বিস্ফোরণের নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪



লক্ষ্মীপুরে বিস্ফোরণের নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান প্রদান

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে গ্যাস নিতে গিয়ে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত দুই শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে নিহত বাস চালক রুবেল হোসেনের বাবা সাহাবুদ্দিন ও রংমিস্ত্রি আবুল কালামের বাবা জাকির হোসেনের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এসময় উপস্থিত ছিলেন. স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান, সম্রাট খীসা, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ আলীসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এসময় জেলা প্রশাসক বলেন, বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত ও কয়েকজন আহত হয়। আহতদের চিকিৎসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

গত ১১ ডিসেম্বর বুধবার ভোররাত পৌনে চারটার দিকে আল মদিনা পরিবহন নামে একটি বাস গ্রীনলাইফ ফিলিং স্টেশনে গ্যাস নিতে যায়। এসময় বাসে গ্যাস দেয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে চারদিকে ধোয়া আছন্ন হয়ে গেলে স্টেশনে থাকা সিএনজি চালকরা ছুটাছুটি করে। এসময় পাম্পের পাশে থাকা রং মিস্ত্রি আবুল কালাম ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহতদের উদ্ধার করে নোয়াখালী নেয়ার পথে মারা যায় বাস চালক রুবেল হোসেন। এসময় আবুল হোসেন, নাইম উদ্দিন ও হোসেন আহমেদ নামে আরো তিনজন গুরুতর আহত হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:২০:৫৫   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি
ভিপি নুরের ওপর হামলা ফেব্রুয়ারির নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র : এ্যানি
রাঙামাটিতে বিদর্শন ভাবনা সম্মিলিত পূণ্যানুষ্ঠান কোর্স অনুষ্ঠিত
বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে : শেখ বশিরউদ্দীন
ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগষ্ট-প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক আলোচনা রাঙামাটিতে অনুষ্ঠিত
শিক্ষার্থীদের দেশে ধরে রাখতে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন: চসিক মেয়র
বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্যের আহ্বান রাজনৈতিক দলগুলোর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ