অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারে অভিযান, দক্ষিণ কোরিয়ায় তোলপাড়

প্রথম পাতা » আন্তর্জাতিক » অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারে অভিযান, দক্ষিণ কোরিয়ায় তোলপাড়
শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫



দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইওন সুক ইওলকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে। তার বাড়িতে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে ইওলের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা ‘সম্পূর্ণ অবৈধ’ বলে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা দিয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট নিজেও।

অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেফতারে অভিযান, দক্ষিণ কোরিয়ায় তোলপাড়

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জানুয়ারি) অভিশংসিত প্রেসিডেন্ট ইওন সুক ইওলের বাসভবনের বাইরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। তাদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে ইওনকে।

তারা বলেন, ‘দুর্নীতি তদন্তকারী কর্মকর্তারা ইওন সুক ইওলকে গ্রেফতারের চেষ্টা করছেন। ইওনকে দ্রুত গ্রেফতারের আরজি জানাতে আজ আমরা এখানে এক হয়েছি।’

তবে বিক্ষোভে শুধু ইওন বিরোধীরাই নয়, ছিলেন তার সমর্থকরাও।

তারা বলেন, ‘আমরা সবাই এখানে প্রেসিডেন্টকে রক্ষার জন্য এসেছি। বিরোধীরা তাকে গ্রেফতারের জন্য উঠে পড়ে লেগেছে, যা অবৈধ।’

একইদিন সমর্থকদের উদ্দেশে রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিশংসিত প্রেসিডেন্ট ইওন সুক ইওল। এমনকি যেসব পুলিশ সদস্য ইউনকে গ্রেফতারের চেষ্টা করবে, উল্টো তারা রোষানলে পড়তে পারেন বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা।

গত মঙ্গলবার ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন দেশটির আদালত। গ্রেফতারের জন্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, আইনপ্রণেতাসহ সিআইয়ের বেশ কয়েকজন সদস্য নিয়ে একটি দল গঠন করা হয়েছে। তবে কবে, কখন এবং কীভাবে গ্রেফতার করা হবে সে বিষয় নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, সামরিক আইন জারির ইস্যুতে ১৪ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন ইউন। তার চূড়ান্ত অপসারণ এখন ঝুলে আছে দেশটির সাংবিধানিক আদালতে।

বাংলাদেশ সময়: ১১:১৩:৩২   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভ ও সংঘর্ষ
ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬
কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ
নতুন আরেক মামলায় ইমরান খান ও তার স্ত্রীর ১৭ বছরের কারাদণ্ড
মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদ্‌যাপন
ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
সুদানের করদোফানে আরএসএফের হামলায় নিহত ১৬
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ