মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা, ৫ জলদস্যু আটক

প্রথম পাতা » খুলনা » মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা, ৫ জলদস্যু আটক
শনিবার, ২২ মার্চ ২০২৫



মোংলায় বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা, ৫ জলদস্যু আটক

মোংলা বন্দরে অবস্থান করা একটি বাণিজ্যিক জাহাজে লুটের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ ‘সুমন বাহিনী’র পাঁচ সক্রিয় দস্যুকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২১ মার্চ) রাতে বন্দরের পশুর চ্যানেল থেকে একটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। তারা সবাই মোংলা ও খুলনার কয়রা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, নতুন করে গড়ে ওঠা কুখ্যাত ‘সুমন বাহিনী’র একটি দল পণ্য বোঝাই বাণিজ্যিক জাহাজে ডাকাতির উদ্দেশ্যে মোংলা থেকে হারবারিয়ার দিকে যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত ট্রলারকে থামানোর নির্দেশ দেয়া হলে সেটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ট্রলার থেকে ১২টি দেশীয় অস্ত্র, বেশ কয়েকটি ইয়াবা ট্যাবলেট, ২৫ গ্রাম গাঁজা এবং ‘সুমন বাহিনী’র পাঁচ দস্যুকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটকদের বিরুদ্ধে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা সবাই এসব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

আটককৃতদের জব্দকৃত আলামতসহ আইনি প্রক্রিয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০২:৩৬   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গায় গরমের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি
আস্থা রাখার অনুরোধ শিক্ষা উপদেষ্টার, তবুও অনড় শিক্ষার্থীরা
সরকার ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে : রিজওয়ানা হাসান
যশোরে নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও উত্তরণ শীর্ষক সেমিনার
আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
কয়লা ব্যবসার নামে প্রতারণা, গ্রেফতার ৪
দৌলতপুর সীমান্তে মাদকসহ ৩ ভারতীয় নাগরিক আটক
সাজানো নির্বাচনে জিতেছিলেন সাকিব: প্রেস সচিব
জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফেরত দিতে হবে : মুজিবুর রহমান
আন্তর্জাতিকভাবে স্বীকৃত মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছিল: উপদেষ্টা ফারুক ই আজম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ